চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

দক্ষিণ কলকাতা বনাম উত্তর কলকাতার লড়াই তো নানা ক্ষেত্রেই আমরা দেখতে পারি। কিন্তু যখন আসে বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোর ব্যাপারে,  তখন কিন্তু জোর টক্কর চলে কলকাতার সকল প্রান্তের মধ্যে। আর সেরকম ভাবেই লড়াইয়ে নেমে পড়ে সকল ক্লাব থেকে শুরু করে পুজো কমিটি। এরকমই লড়াইয়ে সামিল হয়েছে চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব

'জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯'-এর পুজোর আড্ডায় উপস্থিত ছিল চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবজিয়ো বাংলাস্টুডিওতে সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন এই পুজো কমিটির দুই যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ রায় চৌধুরী এবং শৈবাল রায় চৌধুরী

দক্ষিণ কলকাতার অন্যতম পুরোনো পুজো হিসেবে পরিচিত এই চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব। এই বছর তাদের পুজো ৭৪তম বর্ষে পা দিতে চলেছে। এই বছর তাদের থিম 'পরত'। মানুষের জীবনে তিনটি ধাপকে তুলে ধরতে চলেছে এই থিমের মাধ্যমে। বিশিষ্ট শিল্পী সুশান্ত পালের হাত ধরে এই থিম গড়ে উঠছে।

সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভোগের ব্যবস্থা করতে চলেছে তারা। প্রায় ১৫০০০ এর বেশি মানুষের জন্য পুজোর এই তিনদিন তারা ভোগ তৈরী করবেন।

দমদম কিংবা কবি সুভাষগামী কোনো মেট্রোয় উঠে নামতে হবে নেতাজি ভবন মেট্রো স্টেশনে। সেখান থেকে স্বামী নারায়ণ মন্দিরের দিকে হাঁটলেই পৌঁছে যাবেন চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব-এর পুজো মণ্ডপে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...