স্টেপলারের পিন থেকে চেন বানাতে পারবেন? তাও আবার ১,৮১৯ ফুট লম্বা! আচ্ছা! শুনতেই অবাক লাগছে? তাহলে ভাবুন যে বানিয়েছে তার কতটা খাটনি হয়েছে| সূত্র থেকে খবর, ৮৪ দিনের অক্লান্ত পরিশ্রমের পর ৭১ হাজার ৫০০টি স্টেপলারে পিন দিয়ে কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই ১,৮১৯ ফুট লম্বা একটি চেন বানিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ নাম নথিভুক্ত করলেন যুবক| নদিয়া জেলার শান্তিপুরের গোবিন্দপুরের বাসিন্দা এই যুবকের নাম অনুপম সরকার| তিনি পেশায় একটি বেসরকারী রেডিও চ্যানেলে সঞ্চালক| এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন আমেরিকার বাসিন্দা, মেকাঞ্জি মার্টিন । তাঁর রেকর্ড ছিল ১১৯৭ ফুট লম্বা চেনের| সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের অধিকারী হলেন অনুপম। তার এই কৃতিত্বে উৎফুল্ল এলাকাবাসী। অনুপম জানিয়েছে ভবিষ্যতে সে আরো এইরকম অভিনব কাজ করে রেকর্ড বানাতে ইচ্ছুক|