চাহলের নতুন প্রশিক্ষণ

ব্যাস আর কদিন বাকি তারপরই আইপিএল শেষ এবং তার একমাসের পর থেকেই  ভারতীয় ক্রিকেটারদের ইংল্যান্ড সফরের পরীক্ষা শুরুতাই এই এক মাসটি কোনভাবেই নষ্ট করতে চাইছেন না ভারতীয় স্পিনার যুগভেন্দ্র চাহল| প্রাক্তন ভারতীয় লেগস্পিনার নরেন্দ্র হিরওযানি কাছে এক বিশেষ ধরনের প্রশিক্ষণ নেবার কথা ভাবছেন এই ডানহাতি স্পিনার| এই ব্যাপারে তিনি বললেন আইপিএল শেষ হওয়ার পর যে সময় পাব সেই সময়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে হিরওয়ানি স্যারের কাছ থেকে ইংল্যান্ড এর পরিবেশ সম্পর্কে পরামর্শ নেব| যেহেতু ভারতীয় ‘এ’ দলও ওখানে খেলতে যাচ্ছে তাই ওদের সাথে কথা বলে সেখানকার উইকেট সম্পর্কেও আন্দাজ করে নেব| সাথে ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ড এর বিরুদ্ধে খেলতে হবে ঐ দুই দেশের পরিবেশ খুব একটা আলাদা নয়|

SOURCE GOOGLE

                    আন্তর্জাতিক ক্রিকেটে চাহলের ২৩টি ওয়ান ডে  ম্যাচে ৩৫টি উইকেট রয়েছে তাছাড়া চলতি আইপিএল মরসুমে ১১ ম্যাচে ১০টি উইকেট রয়েছে তার কবলে ,আগেরবারের থেকে কম কিন্তু এই বিষয়টি নিয়ে তিনি চিন্তিত নন| তবে তিনি উইকেট কম নিলেও রান দিয়েছেন কম| ব্যাটসম্যানরা তার বোলিং খুব ভেবে চিনতে খেলছেন আক্রমন কম করছেন এর জন্যই তিনি উইকেট কম পাচ্ছেন এমনটাই বক্তব্য চাহলের| 

এটা শেয়ার করতে পারো

...

Loading...