মোবাইলের পর এবার কম্পিউটারে নজরদারী কেন্দ্রীয় সরকারের

ব্যক্তিগত কম্পিউটারে যে কোন সময় নজরদারি চালাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইন্টেলিজেন্স ব্যুরো এবং রিসার্চ এন্ড এনালিসিস উইং এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অন্যতম।  মোট ১০ টি তদন্তকারি সংস্থাকে নজরদারির জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর মধ্যে রয়েছে নারকোটিকস কন্ট্রোল বোর্ড, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ),  দিল্লি কমিশনার অব পুলিশ এবং ডিরেক্টরেট অব সিগনাল ইন্টেলিজেন্স।গত বৃহস্পতিবার এই আদেশ জারি করা হয়। কেন্দ্রীয় সরাষ্ট্র সচিব রাজীব গওবা এই নির্দেশিকা ঘোষণা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রক-এর আদেশর সাথে দেশের যেকোন প্রান্তের, যেকারো ব্যক্তিগত কম্পিউটারে নজরদারি করার ক্ষমতা পেল তদন্তকারী সংস্থাগুলি।  এর আগে শুধু মাত্র মোবাইল কল এবং ই মেইল- এর সব রকম ডেটা নজরদারির  ছিল তদন্তকারী সংস্থাসমূহ। কিন্তু এই নির্দেশিকার পর থেকে জনসাধারণের কম্পিউটারের সব রকম তথ্য খতিয়ে দেখার ক্ষমতা পেল তারা। প্রয়োজনে ব্যবহারকারীকে না জানিয়েই যে কোন কম্পিউটার বাজেয়াপ্ত করা সম্ভব এই আদেশে। প্রয়োজনে তদন্তকারী সংস্থাগুলোকে, কম্পিউটারে  সংরক্ষিত যে কোন  তথ্য দেখাতে বাধ্য থাকবে যে কোন ব্যক্তি বা সংস্থা। এর অন্যথায় সাত বছরের কারাদন্ড এবং জরিমানা হতে পারে বলে জানা গেছে প্রতিবেশী দেশের সঙ্গে নিরাপত্তা প্রতিরক্ষাজনিত কারণেই এই সিদ্ধান্ত জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক

এই নির্দেশে সাধারনের মাঝে উদ্বিগ্নতা সৃষ্টি করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার্তে  এই নির্দেশ কঠোর ভাবে পালন নিয়ে আশাবাদী স্বরাষ্ট্র মন্ত্রক অন্য দিকে ব্যক্তিগত তথ্য নিরাপদ না থাকার সম্ভাবনায় ক্ষোভ প্রকাশ করছেন দেশবাসী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...