রাজ্যের পর্যটনকে চাঙ্গা করতে এগিয়ে এল কেন্দ্র

রাজ্যের পর্যটন মানচিত্রে বিভিন্ন শহরের দর্শনীয় স্থানগুলি দেশ তথা সমগ্র বিশ্বের কাছে তুলে ধরার উদ্দেশ্যে উদ্যোগী হল এবার কেন্দ্র। খোদ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক শহরে নিয়ে আসছে ৩০টি খ্যাতনামা ট্যুর অপারেটরদের। মন্ত্রক এবারে গুরুত্ব দিচ্ছে সরাসরি সংস্থাদের সঙ্গে যোগাযোগ করায়।

দেশের বিভিন্ন স্থান ও তাদের মাহাত্মকে পর্যটকদের কাছে তুলে ধরে এবং বিভিন্ন প্রকল্পে টাকা মঞ্জুর করে পর্যটন শিল্পকে আরও মজবুত করার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র। মন্ত্রকের কর্তাদের কথায়, এতদিন লিফলেট বিলি করে বা ওয়েবসাইটে বিস্তারিত বিবরণ দিয়ে বিভিন্ন রাজ্যের পর্যটনগুলিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই কাজে সাহায্য করেছে বিভিন্ন পর্যটন মেলা।

           রাজ্যের পর্যটন ব্যবসার সুবিধা কতটা তা যেমন তাদের জানানো হবে, তেমনই ঘুরিয়ে দেখানো হবে এই রাজ্যের প্রাকৃতিক ঐশ্বর্য। বিভিন্ন জায়গায় রাখা হবে পর্যটন সংস্থার কর্তাদের এবং চেনানো হবে সেখানকার সংস্কৃতি ও আতিথেয়তা। দিল্লি, রাজস্থান, কাশ্মীর, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, কেরল সহ অন্যান্য রাজ্য থেকে ডাকা হয়েছে মোট ৩০টি পর্যটন সংস্থাকে। সেই সংস্থার কর্তাদের যাওয়া-আসা, থাকা, খাওয়া এবং রাজ্যের বিভিন্ন পর্যটন সংস্থাগুলিতে থাকা এবং ঘোরানোর দায়িত্ব নিচ্ছে মন্ত্রক নিজেই।

এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আগামী ২৮ জুলাই কলকাতার স্বভূমিতে একটি বিলাসবহুল হোটেলে একটি রোড শো-এর আয়োজন করা হয়েছে পর্যটন দফতরের পক্ষ থেকে। কিন্তু একটা বিষয় এখানে মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, যে কেউ ইচ্ছে করলেই ওই রোড শো-তে অংশগ্রহন করতে পারবেনা। ঠিক যাদের কে মন্ত্রকের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারাই সেখানে অংশগ্রহণ করতে পারবে। গোটা প্রকল্পটিকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে কলকাতা ও জেলার বিভিন্ন সংস্থা এবং হোটেল।

       কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের পূর্বাঞ্চলীয় ডিরেক্টর সাগ্নিক চৌধুরী জানান, কলকাতায় যে মাপের রোড শো-এর আয়োজন করা হচ্ছে, তা আগে কখনও হয়নি। পর্যটন সংস্থাগুলি এক্ষেত্রে বাড়তি পাওনা হিসেবে পাবে সারা বাংলা ঘুরে দেখার সুযোগ। তাঁরা নিজেরা যে আতিথেয়তা পাবেন ও সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সেটাই দেশ বিদেশের পর্যটকদের বিশ্লেষণ করতে পারবেন।

এবং সেখান থেকেই রাজ্যের দর্শনীয় স্থানগুলির প্রতি আগ্রহ বাড়বে বিভিন্ন জায়গার পর্যটকদের। সাগ্নিকবাবুর মতে, পর্যটন মন্ত্রক এটাই চায়। তবে ভুবনেশ্বর এবং বুদ্ধগয়াতেও রোড শো-এর আয়োজন করা হয়েছে। উত্তর, মধ্য, পশ্চিম ও দক্ষিণ ভারতের পর্যটনকেন্দ্রগুলির বাইরেও যে ভারতের পূর্ব দিকেও প্রকৃতি নিজের অপার সৌন্দর্য মেলে ধরেছে, তা জানতে পারবেন পর্যটকেরা। ইতিমধ্যেই বাংলার পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজানো হচ্ছে। সরকারি অতিথিশালাগুলোকে স্মার্ট করার পাশাপাশি নতুন নতুন পর্যটনকেন্দ্র তৈরী করার দিকেও নজর দিয়েছে রাজ্য সরকার।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...