জল সংরক্ষণে নয়া পদক্ষেপ কেন্দ্রের

জল জীবন তো বটেই, কিন্তু বর্তমানে এই জলের ঘাটতি ও অপচয় রুখতে মানুষেরই জীবন ওষ্ঠাগত প্রায়। ভূগর্ভস্থ জলের ভাণ্ডার ক্রমশ হচ্ছে শুন্য। তাই নিয়ে বিচলিত সকলে, দেশের বহু জায়গায় যেখানে খাবার জলের পর্যাপ্ত যোগান পর্যন্ত নেই সেখানে প্রকৃতির প্রতি দায়বদ্ধহীন কিছু মানুষ সমানে অপচয় করে যাচ্ছে জলের। তাই এই জল অপচয় বন্ধ করে যাতে সংরক্ষণের মাধ্যমে ভবিষৎ-এর ভয়াবহ সমস্যার মোকাবিলা করা যায় তাই নিয়ে তৎপর হল এবার কেন্দ্র।

মঙ্গলবার সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানান যে জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশের সব রাজ্যগুলির মধ্যে প্রতিযোগিতার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। স্থির হয়েছে যে সকল রাজ্য জল সংরক্ষণ যজ্ঞে এগিয়ে থাকবে তারা কেন্দ্রের তরফ থেকে আর্থিক সহায়তা বেশি পাবে। মঙ্গলবার সকালেই বিজেপির সংসদীয় বৈঠকে বিষয়টি আলোচনা করা হয়েছে এবং নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। প্রতিটি রাজ্য কিভাবে এতে অংশগ্রহণ করবে বা তাদের ভূমিকা কি হবে এই সংরক্ষণ কর্মে তা সাংসদদের একটি প্রদর্শনীর মাধ্যমে জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সকলকে বোঝান।

জলকে কি কি ভাবে কাজে লাগানো যায়, বা কিভাবে তা সংরক্ষণ করা হবে ব্লকস্তরে তা প্রতিযোগিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে প্রশাসন। প্রতিটি বাড়িতে পানীয় জল যাতে পৌঁছে দেওয়া যায় তারই পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার, এই নিয়ে বৈঠকে আলোচনাও হয়েছে বিস্তর। কেন্দ্রের এই সিদ্ধান্ত যে অনেকাংশে জলের অপচয় বন্ধ করতে পারবে তা নিয়ে আশাবাদী সকলেই। জলকে প্রকৃত জীবনের মূল্য দিতে সক্ষম হবে রাজ্য তথা দেশবাসী।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...