বিদ্যুতচালিত গাড়ির জন্য ৬২ টি শহরে ৬৩৬৬ চার্জিং স্টেশন বসাবে কেন্দ্র

গাড়ি শিল্পকে চাঙ্গা করতে বৈদ্যুতিক গাড়ির মডেল তৈরির ওপর বেশি করে জোর দিতে চাইছে কেন্দ্র | সেকারণে এবার বৈদ্যুতিক গাড়ি উত্পাদন ও ব্যবহারের জন্য উত্সাহিত করতে সারা দেশে ২৬৩৬ টি চার্জিং পয়েন্ট তৈরী করে দেবে কেন্দ্রীয় সরকার | কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকার শুক্রবার বলেছেন, সরকার ফেম ইন্ডিয়া প্রকল্পের আওতায় ২৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মোট ৬২ টি শহরে ৬৩৬৬ চার্জিং স্টেশন স্থাপনের অনুমোদন দেওয়া হবে | তিনি আরো জানিয়েছেন, সবকটি রাজ্যের মধ্যে এমনভাবে চার্জিং স্টেশনগুলিকে বসানো হবে যাতে প্রতিটি শহরে কমপক্ষে একটি করে চার্জিং স্টেশন থাকবে | অনেক সময় বিদ্যুৎচালিত গাড়ি নিয়ে পথে বেরোলে  চার্জ ফুরিয়ে যাওয়ার চিন্তা থাকে | সেই দুশ্চিন্তা এতদিনে দূর হতে চলেছে। চার্জ দেওয়ার সুবিধা থাকলে পেট্রল- ডিজেল গাড়ির বদলে ইলেকট্রিক গাড়ির ব্যবহারের সংখ্যা বাড়বে বলে আশাবাদী কেন্দ্রীয় শিল্পমন্ত্রী| ফেম ইন্ডিয়া (ভারতে বৈদ্যুতিক যানবাহনের দ্রুত গ্রহণ ও উত্পাদন) প্রকল্পের দ্বিতীয় ধাপের জন্য মহারাষ্ট্রে ৩১ টি ইভি চার্জিং স্টেশন অনুমোদিত হয়েছে, অন্ধ্র প্রদেশে ২৬৬টি, তামিলনাড়ুতে ২৫৬টি, গুজরাটে ২২৮টি, রাজস্থানে ২০৫, ২০৭ টি উত্তর প্রদেশে, কর্ণাটকে ১৭২টি, মধ্য প্রদেশে ১৫৯ টি, পশ্চিমবঙ্গে ১৪৮টি, তেলঙ্গানায় ১৩৮টি , কেরালায় ১৩১টি, দিল্লিতে ৭২টি , চণ্ডীগড়ের ৭০, হরিয়ানে ৫০, মেঘালয়ে ৪০, বিহারের ৩৭টি, সিকিমের ২৯, জম্মু ও শ্রীনগর ও ছত্তিসগড়ের ২৫টি , আসামে ২০ টি , ওড়িশায় ১৮টি  এবং উত্তরাখণ্ড, পন্ডিচেরি ও হিমাচল প্রদেশ মিলিয়ে ১০০ টি চার্জিং স্টেশন বসানোর অনুমোদন দেওয়া হয়েছে | পুরসভা বা কর্পোরেশন, তেল সংস্থাগুলির মতো সংশ্লিষ্ট অংশীদার সংস্থার সাথে প্রয়োজনীয় মৌ চুক্তি হবার পরই চার্জিং স্টেশন তৈরি করার জন্য জমি চিহ্নিত করার কাজ শুরু হবে বলে শিল্পদফতর জানিয়েছে|

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...