বিয়ের সাজে আবারও একবার সেজে উঠলেন তারকা জুটি অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। এবারেও তাদের পছন্দের বিয়ের স্থান হিসেবে মন কেড়েছে বহু প্রাচীন এক স্থাপত্য। প্রায় ২৩৩ বছরের পুরনো রাজস্থানের আলিলা দুর্গে বসেছিল তাদের বিয়ের আসর। চারিপাশের উজ্জ্বল সাজে নব দম্পতিকে লাগছিল অসামান্য।
হাইলাইটসঃ
১। দ্বিতীয়বার বিয়ে সারলেন আদিতি-সিদ্ধার্থ
২। রাজস্থানের আলিলা দুর্গে তাদের বিয়ের আসর বসেছিল
৩। আলিলা দুর্গ ২৩৩ বছরের পুরনো
আদিতি-সিদ্ধার্থ সিনেমা জগতের খুব জনপ্রিয় দুই নাম। আর সেই সূত্র ধরে তাদের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল দর্শকমহল। কিন্তু সেই গুঞ্জনে তাঁরা প্রথমবার সিলমোহর দিয়েছিল ১৬ সেপ্টেম্বর। সেই সময়ও বিয়ের স্থান হিসেবে তাঁরা বেছে নিয়েছিলেন ৪০০ বছরের পুরনো শ্রী রঙ্গনায়িকা স্বামী মন্দির। সাদা রঙের শাড়ি ও ধুতি কুর্তায় সেজে উঠেছিল দম্পতি। কিন্তু সেই বিয়ে হয়েছিল একেবারেই ঘরোয়া পরিসরে। তাই আবারও তাঁরা বিয়ের সাজে সেজে উঠলেন রাজস্থানের দুর্গে।
তবে বরাবরই এই দম্পতি নিজেদের বিয়ের সাজে মাধূর্য বহন করে এসেছেন। খুব ভারী বা জাঁকজমক সাজের তুলনায় তাঁরা বেছে নিয়েছেন স্নিগ্ধ ও হালকা কাজের পোশাক। এই বারেও তাঁর ব্যতিক্রম হল না। ওইদিন অদিতির পরনে ছিল জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লাল লেহঙ্গা। সঙ্গে ছিল মিনাকারি ভারী গয়না। অতিদির হাতের তালুতে আলতা দিয়ে আঁকা ছিল চাঁদের নকশা। অন্যদিকে, সিদ্ধার্থ নববধুর রঙের ঠিক বিপরীত সাদা রঙের শেরওয়ানি বেছে নিয়েছিল। সঙ্গে একই রঙের উত্তরীয়। গ্রানাইটের টিলার উপরে তৈরি আলিলা দুর্গের পুরাতন ঐতিহ্যের সঙ্গে সাদা ফুলের সামঞ্জস্য তাদের বিয়েকে মায়াময় করে তুলেছিল।
তবে শুধু সাজ নয়, বিয়ের মেনুতেও ছিল চমক। শেফ রণবীর ব্রার তত্ত্বাবধানে বিশ্বের নানা স্থানের খাবারের সাথে রাজস্থানি খাবারও সমান তালে জায়গা দখল করে রেখেছিল।