টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও বলিউড সংলাপ লেখক সুমিত আরোরার প্রেমের গুঞ্জনের খবর মিলেছিল অনেক আগেই। এবার সেই গুঞ্জনেই সিলমোহর দিতে চলতি বছরে প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন এই জুটি।
টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর প্রেমের গুঞ্জন বরাবরই ভক্তদের কাছে উৎসাহের বিষয়। কিন্তু তিনি যে বলিপাড়ার প্রেমে পড়েছেন তা প্রথমে আন্দাজ করতে পারিনি কেউই। কিন্তু আগের বছর দীপাবলিতে প্রথম এই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। এরপর বড়দিনে নিজের বন্ধুদের সঙ্গেও একসাথে দেখা গেছে এই জুটিকে। এমনকি নতুন বছরের শুরুতেও তাদেরকে একে অপরের বাহুডোরে দেখা গিয়েছে। এইবার সে প্রেমিকের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ঋতাভরী।
জানা গেছে, এই জুটি থাইল্যান্ডে নিজেদের বিয়ের পরিকল্পনা করছেন। চলতি বছরের ডিসেম্বরে হতে পারে বিয়ে। তবে বাঙালি ও পাঞ্জাবি উভয় মতেই বিয়ে সারবেন এই জুটি। তবে ডেস্টিনেশন ওয়েটিং হলেও বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়া হবে। কাছের বন্ধুবান্ধবকে নিয়েই হবে অনুষ্ঠান। তবে প্রীতিভোজের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে করার পরিকল্পনা রয়েছেন এই সেলেব জুটির।
ঋতাভরী চক্রবর্তী বাংলা সিনেমা জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী। আগের বছরে ঋতাভরী অভিনীত ‘বহুরুপী’ সিনেমা বক্স অফিসে হিট করেছে। অন্যদিকে, সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবিতে সংলাপ লেখক হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের সংলাপও তিনি লিখেছেন।