Celebrity News: খবর ভ্রান্ত বলে উড়িয়েও শেষরক্ষা হল না, বিবাহবিচ্ছেদে সিলমোহর দিলেন ‘চিরসখা’ –র সুদীপ মুখোপাধ্যায়

বিবাহবিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত হইচই ফেলে দিলেন জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তী। অবশেষে প্রায় মিডিয়ার চাপেই সত্যি বলতে বাধ্য হলেন অভিনেতা।

দুদিন আগেই নিজেদের বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সুদীপের স্ত্রী পৃথা। সুদীপ তখন নিজের কাজ নিয়ে ব্যস্ত। পৃথা লিখেছিলেন, “আমি আর সুদীপ আর দম্পতি নই। আমরা আনুষ্ঠানিক ভাবে বিচ্ছিন্ন। আগামীতে আমরা খুব ভাল বন্ধু হয়ে থাকব।” এরপর থেকেই এই খবরে সমাজমাধ্যম সরব হয়ে ওঠে। কিন্তু একদম উল্টো পথে হাঁটেন অভিনেতা। তিনি বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁদের মধ্যে সম্পর্ক ঠিক রয়েছে। একটি ভিডিওবার্তায় সুদীপ বলেন, ‘‘চিন্তার কোনও কারণ নেই। আমরা এখনও একসঙ্গেই রয়েছি।’’

পরেরদিন সোশ্যালমিডিয়ায় পূর্বের পোস্ট মুছে দেন পৃথা। এরপর তিনি আরও একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘সুধী মহিলারা, ওর নতুন মহিলাটি কখনওই নতুন ছিলেন না। আপনারা জানতেনই না।’’ এরপর আরও সংশয়ে পরে যায় একদল ভক্তরা।

Read Also :  অনিল-শেখর ট্যুইট- জল্পনা তুঙ্গে

কিন্তু সেই জল্পনার অবসান ঘটে সুদীপের পোস্টে। বিবাহবিচ্ছেদে সিলমোহর দিয়ে অভিনেতা জানান, এটা সত্যি যে, তিনি আর পৃথা আলাদা হয়েছেন। কিন্তু তিনি এই বিষয়কে এত তাড়াতাড়ি সোশ্যালমিডিয়াকে জানাতে চাইছিলেন না। সেকারণে তিনি পৃথার পোস্টকে মিথ্যা বলেছিলেন। কিন্তু এই বিষয়টি সত্যি। কিন্তু দুই সন্তানের মুখ চেয়ে আগামীতে এক ছাদের নীচেই বসবাস করবেন তাঁরা।

প্রসঙ্গত, সুদীপের এটি দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। তাঁর প্রথম স্ত্রী অভিনেত্রী দামিণী বেণী বসু। সুদীপ-পৃথার বয়সের ফারাক ছিল ২৫ বছর। কখনই সেই ব্যবধান ভালোবাসায় বাধা হয়নি।

বর্তমানে অভিনেতা জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’তে অভিনয় করছেন। তাঁর অভিনীত ‘স্বতন্ত্র’ চরিত্রটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...