নতুন বছরে অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন কাঞ্চন-শ্রীময়ী। ছবিতে দেখা গেছে ছোট্ট একরত্তিকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শ্রীময়ী চট্টরাজ। পাশে রয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর মা। গোলাপি পশমের পোশাকে সেজেছে কৃষভি, আর মেয়ের সাথেই রঙের মিল রেখে শাড়ি পড়েছেন মা। কাঞ্চনকে ওই ছবিতে দেখা গেছে হলুদ পাঞ্জাবিতে। যদিও মেয়ের মুখ দেখাননি তাঁরা। তবে মেয়েকে কোলে নিয়েই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। জানান, “ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, অতীতের সব খারাপ সরে যাক। ২০২৫-এ নতুন করে জীবন কাটান।”
হাইলাইটসঃ
১। মেয়েকে প্রকাশ্যে আনলেন কাঞ্চন-শ্রীময়ী
২। গোলাপি পশমের পোশাকে সেজেছে কৃষভি
৩। যদিও মেয়ের মুখ দেখাননি তাঁরা
সদ্যই পেলিং, দার্জিলিং থেকে ঘুরে এসেছেন কাঞ্চন-শ্রীময়ী। ছোট একরত্তিকে নিয়েই তাঁরা পাড়ি দিয়েছিলেন পাহাড়-এ। মাত্র দু’মাস বয়স হলে কি হবে, ঘুরতে গিয়ে কৃষভি একটুও বিরক্ত করেনি অন্যদের, এমনটাই দাবী করেছিলেন বাবা-মা। এবার ক্যামেরার সামনে এসে আবারও সাড়া ফেললো একরত্তি।
তবে এইবছর খুব ছোট থাকার কারণে একরত্তি বড়দিন বা নতুন বছরের সেলিব্রেশনে যোগ দিতে না পারলেও, আগামী বছর থেকে জমিয়ে আনন্দে কাটাবে কৃষভি, এমনটা আশা করাই যায়।