অন্য ভাবে প্ল্যান করতে চাইছেন বাড়ির খুদে সদস্যর বার্থডে পার্টি হোক বা ম্যারেজ অ্যানিভার্সারি অথবা প্রি ওয়েডিং ফটোশুট| একটু অন্যরকম থিম লোকেশন চাই? ‘পার্টি অন হুইলস’ করতে চাইলে এবার থেকে পাওয়া যেতে পারে আস্ত একটা মেট্রোর কোচ| খরচ খুব একটা বেশি পড়বে না| মাত্র ৮-১০ হাজার টাকা খরচ করে মেট্রোতে করতে পারবেন ইচ্ছেপূরণ। জন্মদিন থেকে শুরু করে প্রি ওয়েডিং ফটোশুটের জন্যেও ভাড়া পাওয়া যাবে মেট্রো।
গুরগাঁও, গুজরাত ও জয়পুর মেট্রোর পথ অনুসরণ করে অভিনব এই পরিষেবা দিতে চলেছে নয়ডা মেট্রোও| এনএমআরসি বা নয়ডা মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে যখন মেট্রো পরিষেবা বন্ধ থাকে তখনই মেট্রোর কোচ ভাড়া নিতে পারবেন সাধারণ মানুষ| তবে মেট্রোর কোচ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি নির্দেশিকা মেনে চলতে হবে ব্যবহারকারীকে| একসঙ্গে মোট চারটি কোচ বুক করা যাবে|
চলন্ত বা স্থির মেট্রো কোচকে বেছে নিয়ে পারেন ইচ্ছুক ব্যক্তি| সেক্ষেত্রে কোচের জন্য আলাদা আলাদা চার্জ গুনতে হবে| ডেকরেশন ছাড়া চলন্ত কোচের জন্য প্রতি ঘন্টায় ৮০০০ টাকা গুনতে হবে, ডেকরেশন সমেত চলন্ত কোচের জন্য পড়বে প্রতি ঘন্টায় ১০,০০০ টাকা| ডেকরেশন ছাড়া স্থির কোচ ঘন্টা প্রতি ৫,০০০ টাকা, ডেকরশন সমেত স্থির কোচ বুক করতে ঘন্টা প্রতি ৭,০০০ টাকা লাগবে| NMRC-এর তরফ থেকে একটি সেন্টার টেবিল, ডাস্টবিন ও একজন সাফাই কর্মী দেওয়া হবে গ্রাহকদের।
১. একটি কোচে ৫০ জনের বেশি লোককে উঠতে দেওয়া হবে না ,
২. অনুষ্ঠানের পনেরো দিন আগে আবেদনপত্র জমা দিতে হবে,
৩. স্থির মেট্রো শুধু দেওয়া হবে রাত ১১ টা থেকে রাত ২টো অবধি
৪. ২০০০০ টাকা সিকিউরিটি ডিপোজিটও জমা রাখতে হবে এনএমআরসির কাছে, এই টাকা ফেরৎ পাওয়া যাবে
৫. মেট্রোর মধ্যে ধুমপান বা মদ্যপান নিষিদ্ধ