আসছে ভাইবোনের সম্পর্কের ভাবপ্রবণ দিন

ভাইফোঁটা এমন একটা দিন যেদিন দই আর সাধারণ মিষ্টি থাকে না, চন্দন আর সাধারণ সুগন্ধি থাকে না, কারণ এইদিন দই বা চন্দনের ফোঁটা দিয়ে বোনেরা ভাই-দাদাদের বরণ করে| আর দাদারা অঙ্গিকার বদ্ধ হয়, বোনোদের সকল বিপদ থেকে রক্ষা করার।

সকাল থেকে উঠে খালি পেটে স্নান করে সাবেকি সেজে ভাই-দাদাকে ফোঁটা দিয়ে মুখে মিষ্টি করে আশির্বাদ নেওয়ার চল আছে বাঙালি রীতিনীতি অনুসারে| ফোটা দেওয়ার সময় সেই মন্ত্র: “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা আর আমি দি আমার ভাইকে ফোঁটা!” ইটা দিয়েই দাদা-ভাইয়ের জন্য শুভকামনা করে সকল বোন-দিদিরা| আর বোনেদের এই শুভকামনার বদলে দাদারা প্রীয় বোন বা দিদিদের উপহার ও দেয়| দাদাকে ফোঁটা দিয়ে বোন তার উপবাস ভঙ্গ করে। বাঙালিদের ভাই ফোঁটা মানে এলাহী খাবারের আয়োজন তো থাকেই। সকালে লুচি তরকারী দিয়ে শুরু করে দুপুরে বাসমতি চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, মোচা, ছানার কোফতা, মালাই চিংড়ি, দই পোনা, কোচি পাঠার ঝোল, আমসত্তোর চাটনি, আমরার টক মত বিভিন্ন খাবারের আয়োজন করা হয় যাতে দাদার যত্ন আত্তিতে কোনো খামতি না থাকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...