উদযাপনে একশো মানিক

দেশ বন্ধ। শহর বন্ধ। দরজার ওপারে মানুষ। মারীর ভয় থামিয়ে রেখেছে সব কিছুকে। কিন্তু থামিয়ে রাখতে পারেনি মানুষের মনকে। মনের দরজা দিয়েই মানুষ আজ পৌঁছে গিয়েছে মানিক রাজার দেশে। কলকাতার শেষ রেনেসাঁ পুরুষটির আজ জন্মদিন। পা রাখলেন একশো বছরে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তারই উদযাপন। তালাবন্দী শহরে খামতি নেই আয়োজনে। অতিমারীর অবসাদ ক্লান্ত করতে পারেনি সত্যজিৎ প্রেমীদের। সত্যজিৎ রায়ের দুষ্প্রাপ্য ছবি, অডিয়ো, ভিডিয়োর সংগ্রহে শেয়ারে সব কিছুই আজ মানিকময়।

লেখা, ছবি, আঁকা, ফটোগ্রাফিতে যেন একটা আস্ত মিউজিয়াম।আর্কাইভ এবং ব্যক্তিগত সংগ্রহ থেকে বহু দুর্লভ সাক্ষাৎকার, লেখা, পেপার কাটিং, চিঠি থ সামনে এসেছে নেটিজেনদের। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকা, প্রকাশনা সংস্থা, সংবাদ মাধ্যমের পেজে অতিথি ও বিশেষজ্ঞদের 'লাইভ' চলছে সারাদিন জুড়ে। নিত্য নতুন কাজে, ভাবনায় শ্রদ্ধা জানাবার ভাবনা। ঘরের বাইরে পা না রেখে মোবাইলে, সোশ্যাল মাধ্যমেও যে এভাবে উদযাপন সম্ভব করোনা না এলে যেন বোঝার উপায় ছিল না। সত্যজিৎ রায় নিজের কাজে নিত্য-নতুন ফর্মের খোঁজ করতেন। নানা ভাঙচুর চলত স্ক্রিপ্টে, ক্যামেরায়। ডিজিটাল দুনিয়ায় এরকম উদযাপন যেন অন্য দুনিয়ার দরজা খুলে দিল। একশো বছরের জন্মদিনে ফেসবুক, টুটটার, ইউটিউব, ইন্সটা যেভাবে মানিকময় হয়ে উঠল তাতে মনেই হবে এ আসলে মানিক রাজার দেশ। যে মাটিতে দাঁড়িয়ে বাঙালি শুধু শিকড়ে ফেরার ডাক শুনতে পায়। নিশ্চিন্দ পুরের মাঠে ফেলে আসা কাশফুলের মত নির্ভার জীবন...

এটা শেয়ার করতে পারো

...

Loading...