শিলঙে শরৎ আর চেরি ব্লসম ফেস্টিভ্যাল

মেঘালয়। মেঘ-পাহাড় আর ঝর্ণার দেশ। ইস্ট খাসি পাহাড়ের কোলে কোলে দেখা মেলে চেরি গাছের।

সেখানেই গত চার বছর ধরে পালিত হয়ে আসছে চেরি ব্লসম উৎসবের। পাহাড়ের গায়ে শরতের হাওয়া লাগলেই  দুধে আলতা ফুলে সেজে ওঠে তারা।   আর মেঘের রাজ্য মেতে ওঠে চেরি ফুলের উৎসবে।গত চার বছর ধরে শিলং-এ হয়ে আসছে ইন্টারন্যাশনাল চেরি ব্লসম ফেস্টিভ্যাল। মেঘালয় সরকারে উদ্যোগে। ২০১৬ সালে প্রথম শুরু হয় শিলং চেরি ফেস্টিভ্যাল। 

 FotoJet - 2019-11-07T182807.702

 এই বছরও ফেস্টিভ্যাল ঘিরে সাজ- সাজ রব।  ১৩ থেকে ১৬  নভেম্বর- তিন দিন ধরে চলবে চেরি ফেস্টিভ্যাল।

সরকারী উদ্যোগে প্রায় পাঁচ হাজার চেরি গাছ লাগানো হয়েছিল।  পার্বত্য অঞ্চলে পরিবেশ রক্ষার তাগিদেই। তার সঙ্গে সৌন্দর্যের দিকটি তো ছিলই। তারপর চেরি গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শরৎ এলেই রং বদলে যায় পুরো উপত্যকার।  গোলাপী চেরি ফুলে ভরে যাওয়া মোহময়ী শিলংকে দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধ রতে উৎসবের পরিকল্পনা করা হয়।  সারা মেঘালয় জুড়ে আরও কুড়ি হাজার চেরি গাছ রোপনের পরিকল্পনা আছে।

মেঘালয়ের বিভিন্ন জায়গায় চেরি ফেস্টিভ্যাল হয়ে থাকে। উৎসবকে  আরও রঙিন করে তুলতে থাকে একাধিক আয়োজন।

FotoJet - 2019-11-07T182737.749

রক কনসার্ট, স্থানীয় স্বাদের খাবার,  মেঘালয়ের নিজস্ব গান থাকবে। সঙ্গে থাকছে রক কনসার্টের আয়োজন। উত্তর-পূর্ব ভারতের  প্রায় স্ব রাজ্য থেকে বিভিন্ন রক ব্যান্ড অংশ নেয় শিলং চেরি ফেস্টিভ্যালে। খোলা আকাশের নিচে আনপ্লাগড ওয়েস্টার্ন  মিউজিকের টানে বহু মানুষ যোগ দেন।   

শিলং- এর এই উৎসবে এবছর সহযোগিতা করেছে কোরিয়াও।  কোরিয়ার সাংস্কৃতিক প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন উৎসবে।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...