এবার সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে তৎপর হলো স্বাস্থ্য দফতর। জেলার সব হাসপাতাল গুলিতে সিসিটিভি বসাতে উদ্যোগী হলো স্বাস্থ্য দফতর। সমস্ত হাসপাতালগুলোকে আনা হবে সিসিটিভির নজরদারিতে। যেসব হাসপাতালগুলিতে ইতিমধ্যেই সিসিটিভি বসানো আসে সেখানে সিসিটিভির সংখ্যা বাড়ানো হবে। মূলত যে সমস্ত হাসপাতালে ভাঙচুরের ঘটনা বেশি সংখ্যায় ঘটে থাকে সেই সমস্ত হাসপাতালে বেশি সংখ্যায় বসান হবে সিসিটিভি| কলকাতা মেডিকেল কলেজ, ট্রপিকাল মেডিসিন, এসএসকেএম, এনআরএস মেডিকেল কলেজ, সিউরী মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, বিধানচন্দ্র রায় হাসপাতাল এই হাসপাতাল গুলিতে বসানো হবে অতিরিক্ত সিসিটিভি| এছাড়াও জেলার অন্যান্য হাসপাতাল গুলিতে নতুন করে বসানো হবে প্রায় ১৪৪০টি সিসিটিভি|