ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সিসি ক্যামেরা

সম্প্রতি যেভাবে মেট্রোতে সমস্যা বেড়ে চলেছে, সেটা যাত্রীদের যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার কিছুদিনের মধ্যেই চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এই মেট্রো চলাচল যাতে নির্বিঘ্নে হয়, সেদিকে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে। ভাবা হচ্ছে যাত্রীদের নিরাপত্তার কথা। তাই তাদের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে ট্রেনগুলিতে সিসি ক্যামেরা বসানোর কথা জানিয়েছে সিআরএস (কমিশনার অফ রেলোয়েজ সেফটি)। কেএমআরসিএল সূত্রে খবর, নতুন যে কোচগুলি চালানো হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য, তাতে মোট ২৮টি সিসি ক্যামেরা থাকছে।

    এক একটি ট্রেন মোট ৬টি কোচ নিয়ে যাতায়াত করবে। এই ধরনের সাতটি রেক এর মধ্যেই শহরে এসে গিয়েছে। সংস্থার এক কর্তা বলেন, রেকগুলির প্রতিটি কোচের ভেতরে ৪টি করে ক্যামেরা থাকবে। তার পাশাপাশি চালক এবং সহকারী চালকের কেবিনের দু'ধারে দু'টি করে ক্যামেরা থাকবে। অর্থাৎ একটি গোটা ট্রেনে একসঙ্গে কাজ করবে মোট ২৮টি ক্যামেরা। স্বাভাবিকভাবেই প্রয়োজনমাফিক ক্যামেরা লাগানো থাকলে সর্বক্ষণ ট্রেনের যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে কি না তা বোঝা যাবে। ওই ক্যামেরা যেমন দেখতে পারবেন চালক এবং সহচালক, তেমনি তা কন্ট্রোল রুম এবং নিকটবর্তী স্টেশন থেকেও দেখা যাবে। চালক এবং সহকারী চালকের কেবিনের দুপাশে যে চারটি সিসি ক্যামেরা থাকবে, তার নজরে থাকবে ট্রেনের বাইরের অংশ। প্রসঙ্গত উল্লেখ্য, এই ট্রেনের জন্য ট্রায়াল রান ইতিমধ্যেই হয়ে গেছে। এখন সিগন্যাল টেস্টের কাজ চলছে। প্রথম পর্বে সল্ট লেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত মোট ৪.৮৮ কিমি মধ্যে ট্রেন চলাচল করবে। মোট ছ'টি স্টেশন তৈরী হয়েছে। কাজেই বলাই যায়, নতুন মেট্রো পরিষেবা যথেষ্ট আঁটোসাঁটো ভাবেই যাতে করা যায় তার চেষ্টা চলছে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...