সবকিছুই ধীরে ধীরে ঢুকে পড়ছে ডিজিটাল মাধ্যমে। রাজনৈতিক ব্যক্তি- জীবনী থেকে শুরু করে ক্রীড়াজগতের অন্ধকার দিক, তুমুল হৈচৈ ফেলে দেওয়া কোনও ঘটনা -সবকিছুই ফুটে উঠছে ওয়েব প্ল্যাটফর্মে। এবার সেই ডিজিটাল মাধ্যমেই উঠে আসতে চলেছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী-হত্যাকান্ডের ঘটনা। সেই সঙ্গে তুলে ধরা হবে নয়ের দশকে কুখ্যাত শেয়ার কেলেঙ্কারি মামলার মূল পাণ্ডা হর্ষদ মেহতার জীবনের গল্পও।
একটা সময় গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল দু'টি ঘটনা। রাজীব গান্ধীর হত্যা এবং হর্ষদ মেহতার শেয়ার কেলেঙ্কারি। কেমন ছিল সেসব ঘটনার পরবর্তী সময়? মামলায় কী কী উঠে এসেছিল? এসবকিছু ঘিরেই এবার ওয়েব সিরিজ তৈরি করছেন প্রযোজক সমীর দীক্ষিত, যতীশ বর্মা এবং গিরিশ জোহর। ওয়েব সিরিজটির নাম ‘কেস ফাইলস’।
জানা যাচ্ছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে তাঁদের সাহায্য করেছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আমোদ কান্ত। প্রযোজকদের কথায়, “যে সমস্ত অপরাধ আর দুর্নীতি দেশকে কলঙ্কিত করেছিল, তা এখনও চর্চার বিষয়। অফিসার আমোদ কান্তের কাছ থেকে বিস্তারিত সবকিছু জানার পর মনে হয়েছে, এসব বিষয় লোকসমক্ষে আসা অত্যন্ত জরুরি। দর্শকদের কাছে সঠিক তথ্য যাতে পৌঁছে দেওয়া যায়, সে চেষ্টাই করছি আমরা।”
'কেস ফাইলস' চলবে বেশ কয়েকটি সিজন জুড়ে। প্রত্যেক সিজনে বেরিয়ে আসবে নতুন নতুন ঘটনা-তথ্য। প্রথম সিজন পুরোটাই হবে রাজীব গান্ধীর হত্যাকাণ্ড ঘিরে। আবার দ্বিতীয় সিজনে দেখা যাবে হর্ষদ মেহতার জীবনের চড়াই-উতরাই। শেয়ার কেলেঙ্কারি মামলার যাবতীয় খুঁটিনাটি। ২০০১ সালে ওই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন হর্ষদ। এই মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের অন্যতম ছিলেন আমোদ কান্ত। তাঁর কথায়, রাজীব হত্যা মামলা ভারতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। শেয়ার কেলেঙ্কারি মামলা এদেশের তদন্ত ব্যবস্থাতেও আমূল পরিবর্তন ঘটিয়েছিল। এসব তথ্য জানলে নিঃসন্দেহে সম্বৃদ্ধ হবে বর্তমান ভারত।
শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে বা আগামী বছরের গোড়ার দিকেই মুক্তি পাবে 'কেস ফাইলস'-এর প্রথম সিজন।