বুধবার সকাল ৯.২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল কার্টোস্যাট-৩। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি- সি৪৭ রকেট ব্যবহার করে এই কৃত্রিম উপগ্রহটি ইসরো উৎক্ষেপণ করল। এর সঙ্গে ১৩টি ন্যানো স্যাটেলাইট-ও উৎক্ষেপণ করা হয়েছে।
পিএসএলভি রকেটের সাহায্যে ভারতের কার্টোস্যাট ৩ ছাড়াও আমেরিকার ১৩টি স্যাটেলাইট নিয়ে যাওয়া হয়েছে মহাকাশে। আমেরিকার সঙ্গে ভারতের নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (এনএসআইএল) এর সঙ্গে চুক্তির ভিত্তিতে ১৩টি কৃত্রিম উপগ্রহকে পাঠানো হবে সান সিনক্রোনাস অরবিট (এসএসও) তে। এই কার্টোস্যাট-৩ এর উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে একটি নতুন রেকর্ড ও গড়া হল ইসরোর তরফে। পৃথিবী থেকে ৫০৯ কিমি দূরে কক্ষপথে ৯৭.৫ ডিগ্রি কোণে প্রদক্ষিণ করবে কার্টোস্যাট-৩।
এই উপগ্রহটি কার্টোগ্রাফি বা মানচিত্রনির্মাণকারী কৃত্রিম উপগ্রহ। এটি রিস্যাট সিরিজ কৃত্রিম উপগ্রহের অন্তর্গত। ওই রিস্যাটের সাহায্যেই ভারত বালাকোট হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সমর্থ হয়েছিল। এটি এই সিরিজের থার্ড জেনারেশন স্যাটেলাইট হিসেবে বিবেচিত হচ্ছে। উপগ্রহটির উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা হাই রেজোলিউশন ছবি তুলতে সক্ষম। মাত্র ২৫ সেন্টিমিটারের জিনিসকেও আলাদাভাবে বোঝাতে পারবে এই ক্যামেরা। এটির সাহায্যেই ভারতীয় সেনা সীমান্তের ওপর নজরদারি চালাবে। ৫০৯ কিমি উঁচু কক্ষপথে এই স্যাটেলাইটটি ঘুরবে বলে জানিয়েছে ইসরো। নিয়ন্ত্রণরেখার ওপারে আধুনিক আগ্নেয়াস্ত্র এবং ইসরায়েলি বোমা নিয়ে প্রতিনিয়ত যে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জৈশ, লস্করের মতো পাক মদতপুষ্ট একাধিক সংগঠন, তাদের প্রত্যেকটি মুহূর্তের গতিবিধি ভারতীয় সেনার কাছে অতি দ্রুততার সঙ্গে পৌঁছে দেবে এই উপগ্রহ। গাছপালার আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের গোপন সুড়ঙ্গও চিহ্নিত করার পাশাপাশি জঙ্গিদের বন্দুক, বাঙ্কারও চিহ্নিত করতে পারবে এই স্যাটেলাইট। কার্টোস্যাট-৩ ছাড়াও রিস্যাট ২বিআর১ এবং রিস্যাৎ ২বিআর ২ উৎক্ষেপণ করতে চলেছে ইসরো ডিসেম্বরেই। এই সমস্ত উপগ্রহগুলি ভারতীয় সেনাকে সীমান্তের ওপর নজরদারি চালাতে সাহায্য করবে।
.@isro launches #PSLVC47 carrying #Cartosat3 and 13 nanosatellites from Satish Dhawan Space Centre, #sriharikota
— PIB India (@PIB_India) November 27, 2019
#PSLVC47 is the 21st flight of PSLV in 'XL' configuration (with 6 solid strap-on motors). This will be the 74th launch vehicle mission from SDSC SHAR, Sriharikota. pic.twitter.com/yhPpVtH6vb