বার্সেলোনার ঘরের ছেলে হিসেবে সবার আগে নাম আসে লিওনেল মেসির। কিন্তু এরপর যাদের নাম আসে তাদের মধ্যে অন্যতম কার্লোস পুওল। নিজের ফুটবল জীবনের পুরোটাই তিনি উৎসর্গ করে দিয়েছিলেন বার্সার হয়ে। দীর্ঘ ১৫ বছর বার্সেলোনার রক্ষণ ও মনোবল একপ্রকার তিনিই সামলে রেখেছিলেন। আর আজ সেই বার্সেলোনার বড় অফার তিনি পরিত্যাগ করলেন।
বার্সেলোনার প্রাক্তন এই অধিনায়ককে অফার দেওয়া হয়েছিল স্পোর্টিং ডিরেক্টর পদের। এমনকি এই মাসে বার্সার প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউ আশাবাদী ছিলেন যে পুওল আবারও ফিরে আসবেন ক্যাম্প ন্যুতে নতুন এক পদে। কিন্তু এই অফার নিতে রাজি হলেন না বিশ্বকাপজয়ী ফুটবলার।
এই বিষয়ে বুধবার কার্লোস পুওল নিজের টুইটার পেজে লেখেন, “অনেক ভাবার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ক্লাবের অফার গ্রহণ করব না।”
এর কারণ হিসেবে পুওল জানান, “এটি একেবারেই সহজ সিদ্ধান্ত ছিল না। আমি বরাবরই বলে এসেছি আমি সেখানে ফিরে যেতে চাই যা আমার কাছে আমার বাড়ির সমান। কিন্তু নিজস্ব বেশ কিছু কাজ থাকায় আমি এই মুহুর্তে খুবই ব্যস্ত এবং তার ফলে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে যাবতীয় কাজকর্মে আমি ঠিকমত মনোনিবেশ করতে পারবো না।”
পুওল এই অফারটি গ্রহণ করলে তিনি বার্সার আর এক স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল ও যুব ফুটবলের ডিরেক্টর প্যাট্রিক ক্লাইভার্ট, যারা তার প্রাক্তন সহ-খেলোয়াড়, তাদের সাথে কাজ করার সুযোগ পেতেন।