ইতিহাস নিয়ে পড়লে কী কী পেশায় কাজ করার সুযোগ রয়েছে?

ইতিহাস জানা ও পড়া দুটোই খুব জরুরি। কিন্তু ইতিহাস মানেই সকলের ধারণা পাতার পর পাতা লেখা আর মুখস্থ করে যাওয়া। আর এই বিষয়ে নিয়ে পড়লে কেরিয়ার গড়ার একটা প্রশ্ন এসে যায়। এই জন্য ইতিহাস শব্দটা শুনলে অনেকেই এড়িয়ে যায়। কিন্তু ইতিহাস পড়তে চায় এমন মানুষের সংখ্যাও কম নয়। এই বিষয়ে নিয়ে পড়েও আকর্ষণীয় কেরিয়ার বেছে নেওয়া সুযোগ রয়েছে। যা হয়তো অনেকেরই জানা নেই। যেমন- সরকারী, কর্মাশিয়াল সংস্থা, হাসাপাতাল, মিউজিয়াম, লাইব্রেরি, শিক্ষাপ্রতিষ্ঠানে  কাজের সুযোগ রয়েছে আর্কিভিস্ট হলে। ইতিহাস নিয়ে পড়াশোনা করার পর যদি লাইব্রেরি সায়েন্স, হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স ইত্যাদি নিয়ে পড়েও এই পেশায় সঙ্গে যুক্ত হওয়া যায়।

যারা ঐতিহাসিক জিনিসপত্র সংগ্ৰহ ও সংরক্ষণের করতে পছন্দ করেন তারাও এটাকে একটা কেরিয়ার হিসেবে বেছে নিতে পারেন। এই পেশার নাম মিউসিওলজিস্ট। ইতিহাস নিয়ে স্নাতক ডিগ্ৰি করার পর মিউসিওলজিতে মাস্টার্স অথবা হিস্ট্রি অফ ইন্ডিয়ান আর্টসে ডিপ্লোমা করলে মিউসিওলজিস্ট হিসেবে সরকারী ও বেসরকারী উভয় ক্ষেত্রেই কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন মিউজিয়ামের গ্যালারি অ্যাসিসট্যান্ট, ডিজাইন কনসালটেন্ট মতো পদে কাজ করা যায় মিউসিওলজি নিয়ে পড়লে।

প্রত্নতত্ত্ববিদ শব্দটা অনেকেই শুনেছে। প্রাচীন স্থাপত্য, প্রাচীন মূর্তি ও শিলালিপি মধ্যে লুকিয়ে থাকা ইতিহাসের সকলের সামনে নিয়ে আসাই একজন প্রত্নতত্ত্ববিদের কাজ। ইতিহাস নিয়ে পড়াশোনা করলে এই পেশাও বেছে নেওয়া যায়। সরকারী ও বেসরকারী দুই ক্ষেত্রেই কাজের সুযোগ রয়েছে এই পেশায়। সাধারণ মানুষের কাছে দেশ অথবা জাতির ইতিহাসকে পৌঁছে দেওয়ার দায়িত্ব ইতিহাসবিদের। ইতিহাস নিয়ে পড়াশোনা করলে ইতিহাসবিদ হিসেবে কাজ করবার সুযোগ রয়েছে।

ইতিহাস ও প্রাচীন সংস্কৃতির নানা ধরনের জিনিসপত্র সংগ্ৰহ করে রাখা হয় মিউজিয়ামে। মিউজিয়ামের প্রতিটি জিনিসপত্রের রেকর্ড সংক্রান্ত সব তথ্য রাখার দায়িত্ব দেওয়া হয় মিউজিয়াম কিউরেটরকে। ইতিহাস নিয়ে পড়াশোনা করলে এই মিউজিয়াম কিউরেটরের কাজ করার যায়। বর্তমান সময় ইতিহাস নির্ভর সিনেমা তৈরি ও অন্যান্য ইন্ডাস্ট্রিতে ইতিহাস নিয়ে নানা কাজ করার জন্য ইতিহাস বিশেষজ্ঞের প্রয়োজন হয়। এছাড়াও শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় ইতিহাসের শিক্ষক থাকে। ইতিহাস নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীরা শিক্ষকতাকে কেরিয়ার হিসেবে বেছে নিতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...