বাবা-মার প্রতি বলা যাক ‘কেয়ার ফর ইউ’

বাবা-মা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুজন মানুষ যারা আমদের জন্মের আগে থেকে আমাদের নিয়ে ব্যস্ত থাকেন আর আমাদের খেয়াল রাখেন| জন্মের পর থেকে আমরা ঠিক করে খেতে পারছি কিনা, ঘুমাতে পারছি কিনা, কোনো জিনিস আমাদের অসুবিধা করছে কিনা সেই সব কিছুর খেয়াল রাখেন তাঁরা| আমাদের ওপর কোনো বিপদ আসার আগেই বাবা-মা সেটা মোকাবিলা করে নেয়, ‘অল টাইম সেভিয়রএর মতো|

আর আমাদের এই অল টাইম সেভিয়রের জন্য আসছে নতুন একটি অ্যাপ্লিকেশন, যার নাম কেয়ার ফর ইউ’! কোনো বৃদ্ধ বা বৃদ্ধা যদি কখনো কোনো রকম শারীরিক সমস্যায় পড়েন, তাহলে তাঁদের পরিজন ও ডাক্তারদের কাছে সঙ্গে সঙ্গে খবর পৌছে যাবে|

কি..অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা...

জানা যাচ্ছে, এই অ্যাপটি বিশেষত বয়স্কদের জন্য তৈরী করা হয়েছে| খড়গপুর আইআইটির ছাত্রছাত্রীদের একটি দল এই অ্যাপ্লিকেশনটি বানিয়েছেন বাড়ির গুরুজনদের কথা মাথায় রেখে

সূত্রের খবর, এই অ্যাপটির প্রসঙ্গে খড়গপুর আইআইটির সেই স্টুডেন্টদের এক সদস্য অনিরুদ্ধ চট্টোপাধ্যায় জানান, এখন এআই নির্ভর অ্যাপের অধিকাংশই নতুন প্রজন্মের প্রয়োজনে তৈরি হচ্ছে। কিন্তু তাঁরা ভেবেছিলেন, এআই-কে কী ভাবে বয়স্কদের প্রয়োজনে কাজে লাগানো যায়। 

আমরা বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়েও মা বাবার কাছে বাচ্চার মতোই ভালোবাসা আর যত্ন পাই| তাহলে তাঁরা পাবেন না কেন? যখন আমাদেরকে তাঁদের সব থেকে বেশি দরকার থাকে তখন আমরা তাঁদের সাথে থাকতে পারি না| সে নানা কারণে হতে পারে, কখনো ছেলে মেয়েরা দেশের বাইরে বা রাজ্যের বাইরে থাকে, আবার কখনো একই বাড়িতে থেকেও কাজের চাপে সারাদিন বাড়ির বাইরে থাকে| তাই বাবা-মার প্রতি ইচ্ছা থাকলেও যত্ন নেওয়া যায় না| কিন্তু এবার এই সমস্যা থেকে রেহাই পাওয়ার উপায় আসতে চলেছে

এই অ্যাপ্লিকেশনটি থাকতে হবে পিতামাতাছেলেমেয়ে উভয়ের ফোনেই, এটি দুতরফের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিকে লিঙ্কেড বা সংযুক্ত করবে| ফোনগুলিতে লগইন করেই নিতে পারবেন পরিষেবা| জানা যাচ্ছে, এই অ্যাপ্লিকেশনটিতে থাকবে ৪টি পরিষেবা:

১. ফল ডিটেকশন অ্যালগোরিদমথাকছে এই যন্ত্রে তাই বৃদ্ধ মানুষটি কোথাও পড়ে গেলে এটি অনায়াসে জানিয়ে দিতে পারবে তাঁর প্রিয়জনকে ও ডাক্তারকেও| শুধু আপনার প্রিয়জন ও ডাক্তারের নাম্বার সেখানে নথিভুক্ত থাকতে হবে|

২. আজকাল অসুখ ঘরে ঘরে, আপনার বাবা-মা যাতে সময়ে মেডিসিন খেতে পারে সেই পরিষেবাও দেবে এই অ্যাপটি| সেক্ষেত্রে মেডিসিনের প্যাকেটটি ফোনের সামনে ধরলেই সেটার তথ্যটি সেভ হয়ে যাবে| এই অ্যাপটি ওষুধ খাবার সময় রিমাইন্ডার দেবে

আরো জানা যাচ্ছে, যাতে মেডিসিন ফুরোলে সেটি জানানোর পরিষেবাও চালু করার প্রচেষ্টা করা হচ্ছে ভবিষ্যতে|

৩. এই অ্যাপ্লিকেশনটি পিতামাতার ইমোশনগুলি তাঁদের ছেলেমেয়েদের কাছে পৌছে দিতেও সক্ষম| অর্থাৎ এই অ্যাপটি পিতামাতার মুখের নানারকম ছবি নিজে থেকে তুলে নিতে সক্ষম, যা তাঁদের প্রিয়জনরা নিজেদের ফোন এই অ্যাপের হিস্ট্রিঅপশনটি খুললেই পেয়ে যাবে আর জানতে পেরে যাবে তাঁদের মনের অবস্থা|

এই তিনটি পরিষেবা ইন্টারনেট ছাড়াও কাজ করবে... 

৪. অন্তিম পরিষেবা হলো চ্যাটবট’, বৃদ্ধ বা বৃদ্ধার মানসিক অবস্থা টেক্সট ম্যাসেজ বা কল-এর মাধ্যমে জানাবে এই অ্যাপটি,  সাথে ব্যাকগ্রাউন্ডে চলবে পুরোনো দিনের গান ও নানা মনীষীদের বাণী| অ্যাপটি স্বয়ং তাঁদের মনের অবস্থাগুলি লিখবে তাঁদের পরিজনদের কাছে|

আরো জানা গেছে, এই অ্যাপ্লিকেশনটি এখন গুগলের কাছে আছে, যা পর্যবেক্ষণের পর  কিছু দিনের মধ্যেই গুগল প্লে স্টোর’-এ আসবে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...