‘স্লো ওভার রেটের’ নতুন নিয়ম

এতদিন পেশাদারি ক্রিকেটের নিয়ম ছিল, এক বছরে দুবার যদি স্লো ওভার রেটের জন্য কোনও দল যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে সেই দলের অধিনায়ককে এক বা একাধিক ম্যাচের জন্য নির্বাসনে পাঠাতে পারে আইসিসি কিন্তু এবার সেই নিয়মে পরিবর্তন আনতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আসন্ন অ্যাসেজ থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে স্লো ওভার রেটের জন্য অধিনায়ককে নির্বাসনে পাঠানো হবে না। পরিবর্তে পয়েন্ট কেটে নেওয়া হবে এবং পুরো দলকে জরিমানা করা হবে।

আইসিসির ক্রিকেট কমিটির তরফ থেকে এই আর্জি জানানো হয়, যা মঞ্জুর করা হয়েছে আইসিসির তরফ থেকে।একটি সরকারি বিবৃতিতে আইসিসি জানায়, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনও ম্যাচে যদি কোনও দল ম্যাচের শেষে প্রয়োজনীয় ওভার রেটে পিছিয়ে থাকে তাহলে সেই দলটির থেকে পিছিয়ে থাকা প্রতিটি ওভারে দুই পয়েন্ট করে কেটে নেওয়া হবে পাশাপাশি আইসিসি তাদের বিবৃতিতে জানায়, “এবার থেকে একাধিক কিংবা ঘোরতর স্লো ওভার রেটের জন্য অধিনায়কেরা সাসপেন্ড হবেন না। দলের প্রতিটি খেলোয়াড়কেই সমানভাবে দায়ী থাকবেন স্লো ওভার রেটের জন্য এবং এর জন্য অধিনায়কের সমান হারে জরিমানা হবে প্রতিটি খেলোয়াড়েরের

এর পাশাপাশি আইসিসি- ক্রিকেট কমিটির সুপারিশে নো-বলে রিপ্লে দেখানোর প্রক্রিয়াকে আরও সহজলভ্য করার চিন্তা ভাবনায় রয়েছে আইসিসি তার জন্য কিছু ট্রায়াল রানও করতে পারে তারা বলে জানা গেছে।

আসন্ন পয়লা আগস্ট ইংল্যান্ডের মাটিতে হওয়া অ্যাসেজ সিরিজের মাধ্যমে শুরু হচ্ছে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যা চলবে ২০২১ অবধি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...