শহীদ ক্যাপ্টেন অংশুমানের মরণোত্তর পুরস্কার প্রাপ্তি নিয়ে বিগত কিছুদিন নিয়ে তোলপাড় নেট দুনিয়া। এইবার শহীদ ক্যাপ্টেনের স্ত্রীকে অশালীন মন্তব্য করে বিতর্কে পড়লেন এক জনৈক ব্যক্তি।
Highlights:
১। কী হয়েছিল?
২। কে এই জনৈক ব্যক্তি?
৩। এই মন্তব্যের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
সাম্প্রতি কেন্দ্র, শহীদ ক্যাপ্টেন অংশুমান সিং-কে মরণোত্তর কীর্তি সম্মানে ভূষিত করেছে। সিয়াচেনে সহকর্মীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান অংশুমান। স্ত্রীকে তিনি বলতেন, বুকে পিস্তল নিয়ে মরব। হয়েছেও তাই। তাই তার সাহস এবং বীরত্বকে সম্মান জানিয়েছে কেন্দ্র। ক্যাপ্টেনের স্ত্রী স্মৃতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। থমথমে আবেগঘন মুখে স্মৃতির এই পুরস্কার গ্রহণের ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়।
তবে বিতর্ক বাধে পুরস্কার গ্রহণের পরে স্মৃতির ইন্টারভিউকে কেন্দ্র করে। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানের পর স্মৃতির একটি ইন্টারভিউ নেওয়া হয়। এই ইন্টারভিউতে তিনি তার মৃত স্বামীর বীরত্ব, সাহসিকতা এবং নিজেদের মধ্যে থাকা ভালোবাসার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, স্বামীর আদর্শ ও তাদের সম্পর্কের দীর্ঘমেয়াদি বিশ্বাসের কথা।
এই পোস্ট ইন্টারভিউ ভিডিওটিতেই স্মৃতিকে উল্লেখ করে অশালীন মন্তব্য করে এক ব্যক্তি। উল্লেখ্য ব্যক্তি-র নাম আহমেদ কে। কিন্তু এরপরেই মন্তব্যের তিব্র নিন্দা করেন নেটিজেনরা। বিতর্ক এতই বাড়ে যে তাতে হস্তক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। যুবকের বিরুদ্ধে মামলা করার দাবি জানায় তারা।
জাতীয় মহিলা কমিশন দিল্লি পুলিশকে চিঠি দিয়ে মামলা দায়ের আবেদন জানিয়েছে। চিঠিতে ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ নম্বর ধারা ও আইটি আইনের ৬৭ নম্বর ধারায় মামলা করার কথা উল্লেখ করা হয়েছে। ন্যায় সংহিতার ৭৯ ধারা কোন মহিলার বিরুদ্ধে অশালীন মন্তব্য করলে দায়ের করা হয়। অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে তার তিন বছর পর্যন্ত জেলও হতে পারে। কমিশন দিল্লি পুলিশকে তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে।