বিনোদন দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব হল ‘কান’। প্রত্যেক বছরই পালিত হয় এই অনুষ্ঠান। সেখানে দেখানো হয় বেশ কিছু বাছাই করা ছবি। চলতি বছরেও আয়োজিত করা হয়েছে ৭৭ তম, 'দ্য কান ফিল্ম ফেস্টিভ্যাল’ (The Cannes Film Festival)।
Cannes Film Festival 2024
আজ অর্থাৎ ১৪ মে থেকে দক্ষিণ ফ্রান্সে শুরু হয়েছে এই উৎসব, এবং চলবে ২৫ মে পর্যন্ত।
জানা গিয়েছে এবারে ছবি দেখানোর তালিকায় রয়েছে বেশ কিছু ভারতীয় ছবি। প্রথমেই রয়েছে পায়েল কাপাডিয়ার 'অল উই ইম্যাজিন অ্যাজ লাইট' (All We Imagine As Light) ও শ্যাম বেনেগলের (Shyam Benegal)-এর 'মন্থন' (Manthan)।
এখানেই শেষ নয়, তালিকায় রয়েছে আরও কয়েকটি নাম। কী কী, চলুন জেনে নেওয়া যাক।
প্রথমে জেনে নিই পায়েল কাপাডিয়ার 'অল উই ইম্যাজিন অ্যাজ লাইট' ছবিটির ব্যপারে। এই ছবিতে মুম্বইয়ের একজন নার্সের জীবনযাপন তুলে ধরা হয়েছে। নাম দিব্যাপ্রভা। এমন একটা দিনের গল্প যেদিন সে তার স্বামীর থেকে একটি চমকপ্রদ উপহার পায়। কি সেই উপহার। সেটাই দেখার। অন্যদিকে, দিব্যার রুমমেটের জীবনে এক অন্যরকম সমস্যা রয়েছে। এই ছবিটির মুখ্যচরিত্রে এক মালয়ালী অভিনেত্রীকে দেখা যাবে।
শ্যাম বেনেগলের 'মন্থন' ছবিটি রয়েছে এই তালিকায়। ১৯৭৬ সালের ছবি 'মন্থন' -কে এই ফিল্ম ফেস্টিভ্যালের জন্যই বিশেষভাবে আবারও পর্দায় আনা হয়েছে।
এরপর রয়েছে ব্রিটিশ-ইন্ডিয়ান ছবি 'সন্তোষ' (Santosh)। এবছর প্রদর্শন করা হবে কান উৎসবে। ছবিতে দেখানো হবে একটা মেয়ের গল্প। সে তাঁর মৃত স্বামীর জায়গায় পুলিশের চাকরি পেয়েছে আর চাকরি করছে। এই কাজের সূত্রেই একটি অল্পবয়সী মেয়ের ধর্ষণ ও খুনের তদন্তে জড়িয়ে পড়ে মেয়েটি। সন্তোষ-এর জীবনকে নিয়েই এগিয়েছে ছবির গল্প। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরি।
২০২৪ সালে, কান-এ 'সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো' (Sunflowers Were The First Ones To Know) ছবিটিও দেখানোর জন্য মনোনীত হয়েছে। একটি ১৬ মিনিটের ছোটগল্প। সেখানে বয়স্ক মহিলার জীবনের কথা বলবে এই শর্ট ফিল্ম।