Cancer Treatment: ন্যানো রোবটের হাত ধরে নির্মূল হতে পারে ক্যানসার, দাবী চিকিৎসকদের

ক্যানসার রোগের সঠিক চিকিৎসা পদ্ধতির অনুসন্ধানে বহু বছর নানা পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছেন ক্যানসার বিশেষজ্ঞরা। এবার ন্যানো রোবটকে হাতিয়ার করে ক্যানসার রোগ নির্মূল করার উপায় খুঁজলেন গবেষকগণ।

 

হাইলাইটসঃ
১। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকেরা ন্যানো রোবট তৈরি করেছেন
২। এই রোবট ইঁদুরের ক্যানসার কোষকে মেরে ফেলতে সক্ষম
৩। এই চিকিৎসাপদ্ধতির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই

 

সম্প্রতি ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকেরা ন্যানো রোবট তৈরি করেছেন। গবেষকদের দাবী, এই রোবট ইঁদুরের ক্যানসার কোষকে মেরে ফেলতে সক্ষম।

নেচারের ‘ন্যানো টেকনোলজি’ পত্রিকায় এই বিষয়ে তথ্য প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, রোবটটিকে একটি ক্ষুদ্র আকার দেওয়া হয়েছে যাতে সেটি টিউমারের ভিতরে গিয়ে উন্মুক্ত হয় এবং সুস্থ কোষগুলিকে বাঁচিয়ে রাখে।

এর পূর্বে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকদের দল একটি অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল দিয়ে ষড়ভুজ আকৃতির পেপটাইডের কাঠামো তৈরি করেছিলেন। গবেষকরা দাবি করেছিলেন, এই কাঠামোটি কোষের দেওয়ালে আটকে ‘ডেথ রিসেপ্টর’ প্রক্রিয়াটি ডেকে আনবে। কিন্তু এই পদ্ধতিতে একটি বড় সমস্যা দেখা দেয়, যখন গবেষকরা লক্ষ করেন, এই পেপটাইডের কাঠামোটিকে ওষুধ হিসাবে ক্যানসার আক্রান্ত দেহে প্রবেশ করলে এটি শরীরের কোষগুলিকে হত্যা করতে শুরু করবে। এর ফল খুব ক্ষতিকর।

এই সমস্যার সমাধান করার জন্য বিজ্ঞানীরা ডিএনএ থেকে তৈরি একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র কাঠামোর (ন্যানো স্ট্রাকচার) ভিতরে রোবটটি লুকিয়ে রেখেছেন। যার ফলে এটি শুধুমাত্র টিউমারের মধ্যে এবং তার আশপাশের পরিবেশেই সক্রিয় ভূমিকা পালন করতে পারবে এবং ক্যানসার আক্রান্ত কোষগুলিকে মেরে ফেলবে। গবেষকরা জানিয়েছেন, এই চিকিৎসাপদ্ধতির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বর্তমানে এই ন্যানো রোবটটিকে স্তন ক্যানসারের টিউমার ও ইঁদুরের দেহে প্রবেশ করিয়ে পরীক্ষা করেছেন গবেষকেরা। যেখানে দেখা গেছে, সক্রিয় ন্যানো রোবটটি ইঁদুরের দেহে টিউমারের বৃদ্ধি ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে সক্ষম হয়েছে।

এবিষয়ে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের মেডিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্স বিভাগের গবেষক ইয়ং ওয়াং সংবাদমাধ্যমে বলেছেন, আরও জটিল ক্যানসারের মডেলগুলিতে এই পদ্ধতি প্রয়োগ করা হবে। এবিষয়ে নানা জটিল ধরনের টিউমারের ওপর আরও নিবিড় পরীক্ষানিরীক্ষার প্রয়োজন রয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...