এবার ক্যানসারে আক্রান্ত হলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা। বোন ঐন্দ্রিলার জন্মবার্ষিকীতে এই খবর জানিয়েছেন তাঁর দিদি ঐশ্বর্য। এই পরিস্থিতিতে সেই পুরোনো দুঃসময়ের স্মৃতিতে আবারও গোটা পরিবার।
সালটা ২০২২। এই সময়ই এই পরিবারের একরত্তি ছোট মেয়েটা পাড়ি দিয়েছিল না ফেরার দেশে। বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। পরিবার, প্রিয়জন, অনুরাগীদের ভালোবাসা কিছুই আটকে রাখতে পারেনি তাঁকে। মাত্র ২৫ বছর বয়সে টলিউডের উঠতি এক অভিনেত্রী হারিয়ে গেছিল সেদিন। কিন্তু যে চলে গেছে তাঁর স্মৃতি আঁকড়ে ধরে দিন কেটে যাচ্ছিল পরিবারের। মেয়ের নানা স্মৃতির মাঝেই বেঁচে ছিলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। কিন্তু এখানেও বিধি বাম। জানা গেছে, তাঁর শরীরেও বাসা বেঁধেছে ক্যানসার।
২০০৭ সালে প্রথম শিখা দেবীর শরীরে ক্যানসার ধরা পড়েছিল। কিন্তু সেই অসুখ থেকে সেরে উঠেছিলেন তিনি। তবে আবারও ২০০৮ সালে ফের তিনি ক্যানসারে আক্রান্ত হন। এরপর কেটে গেছিল ১৪ বছর। কিন্তু ২০২২ সালে মেয়ে ঐন্দ্রিলার মৃত্যুর মাস কয়েক আগে ফের তিনি ক্যানসার আক্রান্ত হন। আর এরপর আবারও তাঁর শরীরে ধরা পরেছে এই দুরারোগ্য ব্যাধি। এর ফলে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর পরিবারের।
প্রতিবছর ৫ ফেব্রুয়ারি বোন ঐন্দ্রিলার জন্মদিন পালন করেন দিদি ঐশ্বর্য। এবারেও তার অন্যথা হয়নি। তবে সেই দিনেই মায়ের কথা সবার সঙ্গে ভাগ করে নেন তিনি।