সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতালের ক্যান্সার সচেতনতামূলক অনুষ্ঠান

ক্যান্সার চিকিৎসার জগতে এক বিশিষ্ট নাম 'সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতাল'।  চিকিৎসার পাশাপাশি ক্যান্সার নিয়ে সচেতন করতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এই হাসপাতাল। সম্প্রতি 'পুলিশ বডিগার্ড লাইন্স'-এ একটি ক্যান্সার সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতাল'-এর মেডিক্যাল ডিরেক্টর ও সার্জারি বিভাগের চিকিৎসক ডাঃ অর্ণব গুপ্ত ও আইপিএস অ্যান্ড জয়েন্ট কমিশনার অফ পুলিশ মর্ডানাইজেশন শঙ্খ শুভ্র চক্রবর্তী। অনুষ্ঠানে ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ডাঃ অর্ণব গুপ্ত। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন ডাঃ অর্ণব গুপ্ত ও শঙ্খশুভ্র চক্রবর্তী।

ডাঃ অর্ণব গুপ্ত বলেছেন,  ‘তাঁর বিশ্বাস ক্যান্সার শুরুতে ধরা পড়লে সহজেই তার চিকিৎসা সম্ভব এবং ফিফটি পার্সেন্ট ক্যান্সার প্রিভেনটেবল। কিন্তু অনেকেই আছেন যারা এই বিষয়ে সঠিক ইনফরমেশন পায় না। তাই কলকাতা পুলিশ বডিগার্ড লাইন্স'-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পুলিশ অফিসারদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আইপিএস অ্যান্ড জয়েন্ট কমিশনার অফ পুলিশ মর্ডানাইজেশন শঙ্খশুভ্র চক্রবর্তী বলেছেন, "কলকাতা পুলিশের তরফ থেকে মাঝে মধ্যেই এই ধরনের প্রোগ্রাম করা হয়। জনসাধারণকে সচেতন করাই তার মূল উদ্দেশ্য।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...