রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। আর তা যদি দীর্ঘসময়ের রেকর্ড হয়ে থাকে, তাহলে তা ভাঙলে মানুষের আগ্রহ সেদিকে বেশিই পড়ে। আর তাই ঘটল রবিবার। আইসিসি টি২০ বিশ্বকাপ-এর যোগ্যতা অর্জন পর্বে কানাডা বনাম কেইমান আইল্যান্ড-এর ম্যাচে ভাঙল প্রায় ১৪ বছরের একটি রেকর্ড।
কানাডার ব্যাটসম্যান রবিন্দরপাল সিং নিজের আন্তর্জাতিক টি২০ অভিষেকে মাত্র ৪৮ বলে ১০১ রান করে ইতিহাস তৈরি করলেন। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রান করার রেকর্ড ভাঙলেন তিনি। শুধি তাই নয়, প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অভিষেক ম্যাচে শতরানও করলেন রবিন্দরপাল।
এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং-এর। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারী ক্রিকেটের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৯৮ রান করেছিলেন পন্টিং। আর তারপর থেকে এই রবিবার পর্যন্ত সেটিই রেকর্ড হয়ে থাকে। পন্টিংয়ের এই রেকর্ডের কাছাকাছি আসতে পেরেছিলেন ডেভিড ওয়ার্নার (৮৯), কানাডার হিরাল প্যাটেল (৮৮) ও কুয়েতের আদনান ইদ্রিস (৭৯)।
রবিবারের ম্যাচে রবিন্দরপাল সিং-এর অভিষেক ছাড়াও আরও একটি অভিষেক হয়। নিজেদের প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলতে নেমেছিল কেইম্যান আইল্যান্ড দল। বারমুডার স্যান্ডিশ প্যারিশ-এ আইসিসি টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ব্যাট করে কানাডা তোলে ১৯৬। জবাবে কেইম্যান আইল্যান্ড নিজেদের ২০ ওভারে কেবলমাত্র ১১২ রানই করতে সক্ষম হয়।