পথকুকুরদের নিয়ে প্রচার

সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে কলকাতায় পথকুকুরদের নিয়ে আলোচনা এখন তুঙ্গে। সেই সুবাদে কলকাতার বিধান সরণির এক পশুপ্রেমী সংস্থা পথকুকুরদের খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এলাকার বাসিন্দাদের একত্রিত করে পথকুকুরদের খাওয়ানোর কথা বলেন এই সংস্থা। এছাড়াও পশুর উপর নির্যাতন করলে আইনের কোন কোন ধারায় শাস্তি হতে পারে তা নিয়েও আলোচনা করেন তাঁরা। সংস্থার সভাপতি সোমনাথ বিশ্বাস বলেন, তাঁরা এই বার্তাই দিতে চেয়েছেন যে পোষ্যকে ভালো না বাসতে পারলেও কেউ যেন তাদের উপর অত্যাচার না করেন। পথকুকুর যদি কোনো কারণে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তবে নিজে কোনো ভুল পদক্ষেপ না নিয়ে কাউন্সিলরের কাছে বিষয়টির জানানোর উপর জোর দিয়েছে এই পশুপ্রেমী সংস্থা। পুরসভা থেকে রাস্তার কুকুরদের নির্বীজকরণের দায়িত্ব নেওয়া হবে বলেও জানান তিনি।

সংস্থার দাবি, এইসব জিনিস নিয়ে আলোচনা করতে গেলেই অনেকসময় নানা কটূক্তির স্বীকার হতে হয় তাদেরকে। কিন্তু এই ক্ষেত্রে এলাকার সমস্ত বাসিন্দা মনোযোগ দিয়ে শুনেছেন সব কথা। পশুপ্রেমী সংস্থার বক্তব্য, যেসব জায়গা থেকে পথকুকুরদের উপর অত্যাচারের খবর আসে, সেখানেই এইরকম কর্মসূচি করে থাকেন বলে জানান তাঁরা|

এটা শেয়ার করতে পারো

...

Loading...