বাঁকুড়ায় উদ্ধার লুপ্তপ্রায় প্রজাতির ক্যামেলিয়ন

বাঁকুড়া থেকে একটি বিরল প্রজাতির ক্যামেলিয়ন উদ্ধার করলেন বনদপ্তরের কর্মীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিষ্ণুপুরের চাঁচর-চৌবেটা গ্রামে। গ্রামের কিছু বন্যপ্রাণ সচেতন মানুষের উদ্যোগেই এই লুপ্তপ্রায় প্রাণীটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্রের খবর, গ্রামের শিক্ষক হারাধন কর্মকারের চৌবেটা গ্রামের বাড়ি থেকে বনদপ্তরের বাঁকাদহ রেঞ্জের কর্মীরা লুপ্তপ্রায় ক্যামেলিয়নটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে গেছেন।

বাঁকাদহ রেঞ্জের বনাধিকারিক অনন্তকুমার দাস বিষয়টি নিয়ে মন্তব্য করে জানিয়েছেন, উদ্ধারিত ক্যামেলিয়নটিকে আপাতত কিছুদিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। পরে সুস্থ-স্বাভাবিক মনে হলে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

কিন্তু এই বিরল প্রজাতির প্রাণীটি কি করে সেখানে এল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পেশায় শিক্ষক হারাধান কর্মকার একাধারে একজন বন্যপ্রাণী ও পরিবেশপ্রেমী। নিরাপদে ক্যামেলিয়নটিকে বনকর্মীদের হাতে তুলে দেওয়ার পর তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান চাঁচর গ্রামের জঙ্গল সংলগ্ন এলাকায় ঐ ক্যামেলিয়নটিকে নিয়ে খেলা করছে কয়েকটি শিশু। কোনোরকমে তাদের বুঝিয়ে লুপ্তপ্রায় প্রাণীটিকে বাড়ি নিয়ে আসেন তিনি।

যথারীতি রাতে অতিথি আপ্যায়নের ব্যবস্থাও করেন। আর তার সুবাদে বিরল প্রাণীটিকে চোখের দেখা দেখতে বাড়ির উঠোনে লোক জড়ো হতে শুরু করে। প্রাণীটির খাদ্যের জন্য ফড়িং সহ বিভিন্ন কীটপতঙ্গ ধরে নিয়ে আসেন হারাধন। ক্রমে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বনদপ্তরের বাঁকাদহ রেঞ্জের বনকর্মীরা ক্যামেলিয়নটিকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করে।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...