ইডেনে ঐতিহাসিক টেস্ট ম্যাচের সাক্ষী থাকতে চেয়েছিল সকলেই। তাই টেস্ট শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই টেস্টের চতুর্থ দিন অবধি টিকিট ‘আউট অফ স্টক’ হয়ে যায়। ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’-র মত, শুধু বাকি ছিল পঞ্চম দিনের টিকিট। শুধুমাত্র দিবারাত্রী টেস্ট ও গোলাপি বল-এর জন্য, অন্তিম দিনেরও টিকিট কেটেছিল অনেকেই। একদিকে বাংলাদেশের খারাপ প্রদর্শন তো অন্যদিকে ভারতের অলরাউন্ড পার্ফরম্যন্সের জেরে তৃতীয় দিনেই শেষ হয়ে যায় দ্বিতীয় টেস্ট। ‘বিনা মেঘে বজ্রপাত’-এর মত ‘মাথায় আকাশ ভেঙে পড়ে’, সেই সকল দর্শকদের যারা ঐতিহাসিক টেস্ট ম্যাচের সাক্ষী থাকতে চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কেটেছিল। তখন ভারতের জয় পাওয়ার আনন্দটাও যেন তাদের কাছে ‘কাঁটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার’ মত বেদনাদায়ক।
তবে এই বিষয়টা নজর এড়িয়ে যায়নি বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র। তাই তাদের তরফ থেকে জানানো হয়েছে যে, অনলাইন বা অফলাইনের মাধ্যমে যারা চতূর্থ দিন ও পঞ্চম দিনের টিকিট কেটেছে, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তারা আরও জানান যে চতূর্থ দিনে যদি একটি বলও খেলা হোত তাহলে টিকিটের দাম ফেরত দেওয়া হতো না কিন্তু যেহেতু তা হয় নি তাই টিকিটের দাম ফেরত দেওয়া তাদের নৈতিক কর্তব্য। খুব শীঘ্রই সেই প্রক্রিয়া তারা শুরু করতে চলেছে বলেও জানান সিএবি সচিব অভিষেক ডালমিয়া