গ্লোবাল ওয়ার্মিং-এর ফল, কয়েক বছরেই তাপমাত্রা বাড়বে লাফিয়ে

গ্লোবাল ওয়ার্মিং যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে সেখানে দাঁড়িয়ে বিজ্ঞানীদের ধারণা আগামী ২১০০ বছরের মধ্যেই পৃথিবীর সার্বিক তাপমাত্রা বেড়ে যাবে প্রায় ৩.২ ডিগ্রি সেলসিয়াস, যার ফলে পৃথিবীতে প্রাণ ধারণ বেশ কঠিন হয়ে পড়বে| জানা গেছে, প্যারিস এগ্রিমেন্ট-এ বলা পদক্ষেপগুলি সঠিকভাবে মেনে না চললে অদূর ভবিষ্যতেই কঠিন সময়ের মুখে পড়তে হবে গোটা বিশ্বকে|

গ্লোবাল ওয়ার্মিং মাত্রা ছাড়া হওয়ার আগেই সতর্ক হতে বলছেন বিজ্ঞানীরা| তারা জানাচ্ছেন, খুব শীঘ্রই হতে চলেছে সিওপি ২৫ নামক ইউএন ক্লাইমেট কনফারেন্স| তার আগেই প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট| ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের ‘এমিশন গ্যাস রিপোর্ট’ থেকে জানা যাচ্ছে, গ্রিন হাউস গ্যাসের নির্গমনের পরিমাণ প্রায় ১.৫% প্রতি বছর হারে বাড়ছে যা ৩৫.৩ গিগাটন কার্বন ডাইঅক্সাইডের নির্গমনের সমান প্রভাব ফেলছে পরিবেশে|

বরাবরই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সচেতন বিজ্ঞানীগণ| এর আগে আশঙ্কা করা হয়েছিল হয়তো ২১০০ সালের মধ্যে পৃথিবীর তিনভাগ জলের তলায় চলে যাবে| আর তার সাথে সাথে পৃথিবীর সমুদ্রতীরবর্তী এলাকাগুলিও পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণ মুছে যাবে| অনিয়ন্ত্রিত উষ্ণায়নের জন্য ধীরে ধীরে বাড়তে শুরু করবে পৃথিবীর তাপমাত্রা| এইভাবেই আগামী কয়েক বছরের মধ্যে ৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে| সম্প্রতি বিজ্ঞানীগণ জানিয়েছেন, ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে যদি সারা পৃথিবী থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমনের পরিমাণ ৭.৬% প্রতি বছর হারে না কমে তাহলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি কোনভাবেই আটকানো সম্ভব নয়|

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, চীন, ভারত, ব্রাজিলের মতো উন্নত দেশগুলি যথারীতি গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ অনেকটাই কমিয়ে ফেলেছে| বিভিন্ন জিনিস প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সিএফসি অর্থাৎ ক্লোরো-ফ্লুরোকার্বন গ্যাসের ব্যবহার যথেষ্ট কমিয়েছেন| বিজ্ঞানীরা জানাচ্ছেন, এইভাবে ধীরে ধীরে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমালে হবে না| বছরে ৭% হারে যতক্ষণ না এই নিঃসরণ কমানো হচ্ছে ততক্ষণ এই ক্ষতি আটকানো সম্ভব নয়| বিজ্ঞানীরা জানিয়েছেন, এখন থেকেই যদি যথেষ্ট সতর্ক না হওয়া যায় তাহলে ২০৩০ সালের মধ্যেই সমগ্র পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে| আর তাপমাত্রা বাড়ার ফলাফল হিসেবে জলবায়ুর পরিবর্তনও হয়ে যেতে পারে| এর ফলে বৃষ্টিপাত কমে যাওয়া থেকে শুরু  করে বন্যা যেকোনো পরিস্থিতির শিকার মানুষকে হতে হবে|   

এটা শেয়ার করতে পারো

...

Loading...