রাজারহাটে বিশ্ববাংলা কনভেনশনে আজ থেকে অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৯। এবারের সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছে ৩৬ টি দেশের প্রায় চার হাজার প্রতিনিধি। আগত দেশগুলির ভিতর অন্যতম আমেরিকা, জাপান, চায়না, আর্জেন্টিনা, মরক্কো, ইটালি, ফ্রান্স।
বিনিয়োগের লক্ষ্যে দেশ বিদেশ থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানাতে আলোয় আলোয় সেজে উঠেছে শহর। আলোর ঝর্ণায় সেজে উঠেছে শহরের রাস্তাগুলো। বাইপাসের বিলবোর্ডে নানা রং বেরঙের পোস্টারে ভরে উঠেছে রাস্তার দুপাশ। উড়াল পুল গুলোর গায়ে নতুন করে লাগানো হয়েছে নীল সাদা রং। বাণিজ্য সম্মেলনের জন্য জাঁক -জমক ভাবে সেজে উঠেছে রাজারহাটের কনভেনশন সেন্টার।
সম্মেলনে যোগ দিতে আসছেন দেশের বৃহৎ বিনিয়োগ টাইকুনরা। মুকেশ আম্বানি, সাজ্জান জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কা, রাকেশ মিত্তালের মত শিল্পপতিরা যোগদান করতে যাচ্ছেন বেঙ্গল বিজনেস সামিটে। এছাড়াও উপস্থিত থাকবেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এত আয়োজন আর সম্মেলনের শীর্ষে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক স্তরে বাংলার বাণিজ্যিক সম্ভাবনা এবং চিত্র ফুটিয়ে তুলতে কোন ত্রূটি রাখতে চায় না রাজ্য সরকার। তাইতো এবারের বিজনেস সামিটের ট্যাগলাইন হতে চলেছে #বেঙ্গল মীনস বিজনেস। সামাজিক মাধ্যমেও ইতিমধ্যেই ট্রেন্ডিং হয়েছে বেঙ্গল বিজনেস সামিটের এই হ্যাশ ট্যাগ ক্যাপশন।