আজকের জীবন বড় দ্রুত। দাঁড়িয়ে সময় নষ্ট করার মত সময় কারো কাছে নেই। আর তাই সময় বাঁচানোর জন্য আমরা বিভিন্ন ধরণের অ্য়াপ এর উপর আজ ধীরে ধীরে নির্ভরশীল হয়ে পড়ছি। তবে এই সব কিছুর বাইরে যদি সাধারণ পরিবহনের মাধ্যম-এর প্রসঙ্গ আসে তবে সকলে এক বাক্যে স্বীকার করে নেবে বাসের কথা। কলকাতা শহরে বাসের পরিষেবা যথেষ্ট জনপ্রিয়। আর সেই সকল মানুষ দের কথা ভেবেই তাদের নাগালের মধ্যে পরিষেবা দেওয়ার তাগিদে এসি বাস পরিষেবা যেরকম শহরে এসেছিল সেরকম ই আবার ও এক নতুন সুবিধা আসতে চলেছে শহর বাসীর জন্য। বাসে উঠে প্রায় সকলে অপেক্ষা করেন কখন কন্ডাক্টার আসবে কখন টিকিট কাটবে। সেই সমস্যা দূর হতে চলেছে দ্রুত। এবার অ্য়াপ থেকেই কাটা যাবে বাসের টিকিট। অপেক্ষা করতে হবে না আর কন্ডাক্টার এর জন্য। সরকারি বাসের পরিষেবা তে একটু গোলমাল ছিলই। তবে এবার বাস পরিষেবা কে গুছিয়ে তোলার জন্য ঢেলে সাজানো হচ্ছে সরকারি পরিষেবা গুলিও। মেট্রোর পর বাসের ক্ষেত্রেও শুরু হয়েছিল স্মার্ট কার্ড। তবে এই অ্য়াপ পরিষেবা প্রথমে বেসরকারী বাস গুলির ক্ষেত্রে শুরু হলেও পরে সকল বাসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বাসের টিকিট কাটার জন্য অ্য়াপটির নাম 'চলো'। ইতিমধ্যে তা গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এই অ্য়াপ-এ টিকিট কাটার পদ্ধতি ও খুব সহজ। গন্তব্য জায়গার নাম লাইক করে অ্য়াপ এর মাধ্যমে মূল্য দিয়ে দিলেই হল। তার পর তা বাসের কন্ডাক্টার কে দেখিয়ে দিলে আর কোন সমস্যা নেই। টিকিট কাটার জন্য নেট ব্যাংকিং বা ই-ওয়ালেটের মত পাশাপাশি ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধাও থাকছে এই অ্য়াপ এ ।