রাজ্য বন দপ্তরের নোটিশ অনুযায়ী সাড়ে চারশো বছরের ঐতিহ্যবাহী বুলবুলি পাখির লড়াই বন্ধ হল গোপীবল্লভপুরে। প্রতিবছর মকর সংক্রান্তি উপলক্ষে বুলবুল পাখির লড়াই চলে সেই এলাকার রাধাগোবিন্দ জিউয়ের মন্দির প্রাঙ্গনে। কিন্তু এইবার বন্ধ হল সেই পরম্পরা।
হাইলাইটসঃ
১। বুলবুলি পাখির লড়াই বন্ধ হল গোপীবল্লভপুরে
২। সাড়ে চারশো বছর ধরে চলছে এই পরম্পরা
৩। রাজ্য বন দপ্তরের নোটিশে বন্ধ এই লড়াই
রাধা গোবিন্দ জিউয়ের এই মন্দিরটি ঝাড়গ্রাম জেলায় অবস্থিত। প্রতিবছর মকর সংক্রান্তির দিন এই এলাকার উত্তরপাড়া ও দক্ষিণপাড়াকে কেন্দ্র করে বুলবুলির লড়াই আয়োজিত হতো সেখানে। প্রতিবছর এই অভিনব লড়াই দেখতে ভিড় জমাতেন দূর-দূরান্তের বহু মানুষ।
মন্দির প্রাঙ্গণে একটি টেবিলের উপর চাদর বিছিয়ে বুলবুলি লড়াই হতো। প্রথমে দুটি বুলবুলির সামনে একটি পাকা কলা দেখিয়ে লড়াই শুরু হত। এরপর পাকা কলাটি সুকৌশলে সরিয়ে দিলে, দুটি পাখি নিজেদের মধ্যে লড়াইয়ে মেতে উঠত। নিয়ম অনুযায়ী, লড়াই চলাকালীন যে পাখি টেবিল ছেড়ে চলে যাবে, সেই পাখি পরাজিত হিসেবে গণ্য হবে। আয়োজক ও স্থানীয়দের দাবি, বিনা রক্তপাতেই সম্পন্ন হতো এই লড়াই।
কিন্তু চলতি বছরে রাজ্য বন দপ্তরের নির্দেশে বন্ধ করা হয়েছে এই লড়াই। মকর সংক্রান্তির দিনকয়েক আগে এই লড়াই বন্ধ করার জন্য নোটিশ পান আয়োজকরা। এই কারণে বন্ধ লড়াই।
বর্ষ-প্রাচীন ঐতিহ্যে ছেদ পড়ার কারণে মন খারাপ এলাকার মানুষদের। কিন্তু এই লড়াই বন্ধের পক্ষে রয়েছেন অনেকে। তাদের মতে শুধুমাত্র বিনোদনের জন্য বন্য প্রাণীকে আটকে রেখে কোনও কাজে ব্যবহার করা অন্যায়।