২০১৫-তে নির্মিত ছবি ‘বুদ্ধুভুতুম’ মুক্তি পেতে চলেছে অবশেষে। ‘ঠাকুরমার ঝুলি’ থেকে উঠে আসা একটি রূপকথার গল্প এই ‘বুদ্ধুভুতুম’। এক রাজার আছে তিন রানি। আর রয়েছে রাজকন্যা, রাজপুত্তুর, রাক্ষস-খোক্ষস।
এদের নিয়ে ছবি বানিয়েছেন নীতিশ রায়। নীতিশ রায়ের এটি অ্যানিমেটেড বাংলা ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বুদ্ধুভুতুম’ ছবির পোস্টার।
বিরাটগড়ের রাজার চরিত্রে অভিনয় করছেন কৌশিক চক্রবর্তী, মন্ত্রীর চরিত্রে শঙ্কর চক্রবর্তী, সেনা প্রধানের চরিত্রে গৌতম হালদার, বড় রানির চরিত্রে লকেট চ্যাটার্জি, মেজো রানি কণীনিকা ব্যানার্জি, ছোট রানু দেবলীনা কুমার। রাজপুত্রদের চরিত্রে ধরা দেবেন সায়ন্তন হালদার, সুজয় সাহা। আর রাজকন্যা ভুতুমের চরিত্রে মানালি দে।
পরিচালনার পাশাপাশি স্ক্রিন প্লে এবং প্রোডাকশন ডিজাইন করেছেন নীতিশ রায় স্বয়ং। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় মৃন্ময় মণ্ডল। আবহে সঞ্জয়-রাজি। পোশাক পরিকল্পনায় অনিন্দিতা নাচ পুরকাইত।
প্রসঙ্গত, নীতিশ রায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত আর্ট ডিরেক্টর। খারিজ, লেকিন, মান্ডি, ঘায়েলের মতো ছবির শিল্প নির্দেশনার দায়িত্বে ছিলেন তিনি।
পোস্টার লঞ্চে হাজির ছিলেন সুরজিত, অন্তরা চৌধুরী, পরিচালক স্বয়ং, কৌশিক চক্রবর্তী, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার সহ আরও অনেকে।