বিএসএনএল-এর নতুন রূপ

বিএসএনএল-এর জন্য সুখবর। এক মাসের মধ্যেই বিএসএনএল নতুন রূপে বাজারে আসতে চলেছে। চলতি বছরের মধ্যেই তাঁরা ফোর জি স্পেকট্রাম পেয়ে যাবে। সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পি কে পুরওয়ার সোমবার এই আশার কথা সকলকে জানান। শুধু এটুকুই নয়, তিনি আরও জানিয়েছেন, দেওয়ালির আগেই বিএসএনএল-এর সমস্ত কর্মচারী তাঁদের বকেয়া বেতন পেয়ে যাবেন|

                                              প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়া এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি ফোরজি স্পেকট্রাম চেয়ে সরকারকে প্রস্তাব দিয়েছিল। এর পাশাপাশি তারা কর্মচারীদের স্বেচ্ছাবসর প্রকল্পের অনুমোদনও চেয়েছিল। এই প্রসঙ্গে পুরওয়ার জানান, ডিসেম্বরের মধ্যে সংস্থা ফোর জি স্পেকট্রাম পেয়ে যাবে বলে আশা করছে। সূত্রের খবর, বিএসএনএল-এর পুনরুজ্জীবন প্যাকেজে সরকারের ৭৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে। তবে তার বেশিরভাগটাই সংস্থার সম্পত্তি বিক্রি করে বা ভাড়া দিয়ে সংগ্রহ করা সম্ভব। পুরওয়ার আরও জানান, বেতন খাতে মাসে সংস্থার ১,২০০ কোটি টাকার মতন খরচ হয়, যা সংস্থার নিজস্ব আয় থেকেই মেটানো হবে বলে তিনি জানান। সংস্থার মাসিক আয় ১,৬০০ কোটি টাকা। প্ৰতি মাসে ৪০০-৫০০ কোটি টাকা অন্যান্য খাতে ব্যয় হয়।

                   বিএসএনএল-এর পুনরুজ্জীবন পরিকল্পনা সরকার অনুমোদন করার পর সংস্থা 'ভয়েস পরিষেবাকারী' সংস্থার বদলে 'ডেটা প্রথম' কোম্পানি হওয়াকে মূল অগ্রাধিকার দেবে। সেই কারনে সংস্থা ইয়াপ টিভির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এছাড়াও গ্রাহকদের পছন্দের কন্টেন্ট দিতে সমস্ত ওটিটি সংস্থার সংগে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা চলছে। ফোর জি স্পেকট্রাম পাওয়ার ১২-১৫ মাসের মধ্যে আমূল পাল্টে গ্রাহকদের সামনে হাজির হবে বিএসএনএল।  

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...