কিছুদিন আগেই বিএসএনএল-এর তরফে আশার খবর শোনানো হয়েছিল, সম্প্রতি ফোর জি স্পেকট্রাম আসতে চলেছে। নতুনভাবে গ্রাহকদের সামনে ধরা দেবে এই সংস্থাটি। কেন্দ্রীয় তরফে আরও একটি খবর শোনানো হল। বিএসএনএল এবং এমটিএনএল -কে মিশিয়ে দেওয়া হবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ৫০ বছর বা তার বেশি বয়সের কর্মীদের স্বেচ্ছাবসর দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকের পর টেলিযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, বিএসএনএল, এমটিএনএল বন্ধও হচ্ছেনা, বিলগ্নিকরণ-ও হচ্ছেনা বরং আরও প্রতিযোগী এবং পেশাদারী করে তোলার চেষ্টা করা হচ্ছে এই সংস্থা দু'টিকে। প্রসঙ্গত উল্লেখ্য, স্বেচ্ছাবসর প্রকল্পের জন্য ২৯,৯৩৭ কোটি টাকা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। বিএসএনএল-এর এখন কর্মী সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার। তাঁদের মধ্যে ১ লক্ষ ৬ হাজার ৩০২৪ জনই আগামী বছর জানুয়ারি মাসে ৫০ বছর বা তার বয়সী হয়ে যাচ্ছেন। এমটিএনএল-এর ২২ হাজার কর্মীর মধ্যে অর্ধেকের বেশি কর্মীর বয়স ৫০-এর ওপরে। এই কর্মীদের একটা বড় অংশকে স্বেচ্ছাবসর দিয়ে বেতন খাতে খরচ কমিয়ে আনতে চাইছে সরকার। তবে কাউকে অবসর নিতে বাধ্য করা হবেনা।
The Modi Govt has announced several measures to revive BSNL & MTNL.
— Prakash Javadekar (@PrakashJavdekar) October 23, 2019
1⃣ Sovereign bond worth Rs 15,000 crore to be raised
2⃣ Assets worth Rs 38,000 crore to be monetized
3⃣ 4G Spectrum will be allotted to the Telecom PSEs pic.twitter.com/mlmacQhSJk