Bryan Adams: ভারত সফর শুরু করলেন রক তারকা ব্রায়ান অ্যাডামস, রবিবার রাতে তাঁর গানের সুরে কীভাবে ভাসল শহর কলকাতা?

সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র রক তারকা ব্রায়ান অ্যাডাম্স। সম্প্রতি তিনি বিশ্ব সফরে বেরিয়েছেন। সেই সফরে তিনি গান গাইবেন বিশ্বের নানা শহরে। শনিবার সেই উদ্দ্যেশ্যেই ভারতে পা রাখেন তিনি। ভারতের পাঁচটি শহরে পাঁচটি সঙ্গীতানুষ্ঠান করবেন এই রক তারকা। কিন্তু তিনি ভারত সফরের সূচনা করলেন ‘সিটি অফ জয়’ কলকাতার বুকে। রবিবার তাঁর গানের সুরেই ভাসল গোটা শহর।

 

হাইলাইটসঃ
১। সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ব্রায়ান অ্যাডাম্স
২। রবিবার তিনি ভারত সফরের সূচনা করলেন কলকাতার বুকে
৩। ভারতের পাঁচটি শহরে পাঁচটি সঙ্গীতানুষ্ঠান করবেন তিনি

 

‘‘কেমন আছ কলকাতা? কাল সকালে অফিসে যাওয়ার তাড়া নেই তো?’’ –রবিবার এই কথা বলেই মঞ্চে পা রাখলেন ব্রায়ান। এর আগে ভারতের নানা প্রান্তে অনুষ্ঠান করে গেছেন তিনি, কিন্তু কলকাতায় এই প্রথমবার অনুষ্ঠান করলেন। তবে ভালবাসার শহর কলকাতাও তাঁকে নিরাশ করেনি। রবিবার রাতে অ্যাকোয়াটিকার প্রান্তরে কার্যত ভেঙ্গে পড়েছিল শহরের সঙ্গীতপ্রিয় মানুষ।

রবিবার ব্রায়ান অ্যাডামসের গানে মন্ত্রমুগ্ধ হয়ে ওঠে গোটা শহর। স্টেজে উঠে ‘‘প্লিজ ফরগিভ মি, ক্যান্ট স্টপ লাভিং ইউ...’’ (আমাকে ক্ষমা করো, তোমাকে না ভালবেসে থাকতে পারি না), ‘সো হ্যাপি ইট হার্টস’ (সুখ এমনই যে ব্যথা বাজে) –র মতন কালজয়ী গান গাইলেন এই কানাডিয়ান গায়ক। গানপ্রেমী এই শহরও তাঁকে ফিরিয়ে দিয়েছে দ্বিগুণ ভালোবাসা।

প্রসঙ্গত, কলকাতা শহর থেকেই ভারতে সঙ্গীত সফর শুরু করলেন এই রক তারকা। এর পর একে একে তিনি গান গাইবেন, গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে। এ দেশে তাঁর সফর শেষ হচ্ছে ১৬ ডিসেম্বর। আশা করাই যায়, এই ভারত যাত্রা তাঁর বিশ্ব সফরের অ্যালবামে উজ্জ্বল এক সময় হিসেবে থেকে যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...