Bryan Adams Concert India: রক তারকা ব্রায়ান অ্যাডামস কলকাতা থেকে তার ভারতে সঙ্গীত সফর শুরু করবেন

এবার কলকাতার বুকে নিজের গানের ঝুলি নিয়ে আসছেন রক তারকা ব্রায়ান অ্যাডামস। চলতি বছরের ডিসেম্বর মাসে ভারতে আসছেন তিনি। ভারত সফরে কলকাতা থেকেই তিনি তার শো-এর সূচনা করবেন।

হাইলাইটস:

১। কলকাতায় আসছেন রক তারকা ব্রায়ান অ্যাডামস। 

২।কলকাতায় কত তারিখে শো রয়েছে?

৩। টিকিটের দাম কত?

কানাডার এই সঙ্গীতশিল্পী ব্রায়ান অ্যাডামস, সঙ্গীত জগতের একটি জনপ্রিয় নাম। মাত্র ২০ বছর বয়সে তাঁর রেকর্ড হওয়া প্রথম গানটি প্রকাশিত হয়। আর ১৯৮৩ সালে তাঁর অ্যালবাম ‘কাটস লাইক আ নাইফ’ উত্তর আমেরিকার সেরা ১০টি অ্যালবামের মধ্যে একটি বলে বিবেচিত হয়। তার রচিত অন্যতম জনপ্রিয় গানগুলি হল, ‘সামার অফ ৬৯’, ‘রান টু ইউ’, ‘এভরিথিং আই ডু আই ডু ইট ফর ইউ’ ইত্যাদি গান।

জানা গেছে, আগামী ৮ই ডিসেম্বর কলকাতায় রয়েছে ব্রায়ানের শো। কলকাতার ‘অ্যাকোয়াটিকা’য় আয়োজিত করা হয়েছে এই কনসার্ট। কিন্তু শুধুমাত্র কলকাতা নয়, এছাড়াও ভারতবর্ষের অন্য ৫ টা শহর, গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ-এ শো-এর আয়োজন করা হবে। আগামী ১৬ ডিসেম্বর নিজ়ামের শহর হায়দরাবাদে তাঁর এই যাত্রার শেষ শো হবে। তবে মজাদার ব্যাপার হল, ব্রায়ানের সঙ্গীত নিয়ে বিশ্ব সফরে বেরিয়েছেন, তার নাম তিনি জানিয়েছিলেন— ‘সো হ্যাপি ইট হার্টস’। বাংলা তর্জমায় ‘সুখের ব্যথা’। ঘটনাচক্রে, এটি তার গানের একটি অ্যালবামের নাম।

এর আগে পাঁচ বার ভারতে এসেছেন ব্রায়ান। সেগুলি হল ১৯৯৩, ১৯৯৪, ২০০১, ২০০৬, ২০১১ এবং ২০১৮ সালে। এই যাত্রায় ১০ ডিসেম্বর শিলং শহরেই তাঁর ভারতযাত্রা শুরুর কথা ছিল। কিন্তু পরবর্তীকালে অনুষ্ঠান সূচি বদলে যায়। আপাতত কলকাতা দিয়েই শুরু হবে এই সঙ্গীত যাত্রার।

তবে এই বিখ্যাত সংগীতশিল্পীর কনসার্টের টিকিটের ভাড়াও থাকবে খুব চড়া। শোয়ের টিকিটের দাম শুরু হবে ১,৯৬৯ টাকা থেকে, যার অঙ্ক ব্রায়ানের বিখ্যাত গান ‘সামার অফ ৬৯’-এর সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে।  টিকিটের এই সংখ্যা ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...