ছয় ঘণ্টা ধরে বন্ধ ছিল হৃৎদযন্ত্রের স্পন্দন। সেই হৃদযন্ত্রকে আবার সচল করতে পেরেছেন চিকিৎসকরা।
এমন বিরল এবং বিস্ময়কর ঘটনা ঘটেছে স্পেনে।
জন্ম সূত্রে ব্রিটিশ অড্রে স্কুম্যান থাকেন স্পেনের বার্সেলোনায়। পাইরেনিস পর্বতে বেড়াতে গিয়েছিলেন। সঙ্গী ছিলেন স্বামী রোহান। সেখানেই প্রবল তুষার ঝড়ের মুখে পড়েন তারা। সেখানেই আক্রান্ত হন হাইপোথারমিয়ায়। শরীর ঠাণ্ডা। সাড় মিলছে না।
দুই ঘণ্টা পর যখন উদ্ধারকর্মীরা এসে পৌঁছালেন স্কুম্যানের শরীরের তাপমাত্রা তখন নেমে গেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। উদ্ধার কর্মীরা তাকে বার্সেলোনার এক হাসপাতালে নিয়ে যান।
উদ্ধারকর্মীরাও ধরেই নিয়েছিলেন অড্রে মৃত।
অচেতন অবস্থায় তাঁকে হসপিটালের এমার্জেন্সিতে ভর্তি করা হয়।
স্বামী এবং পরিবার অড্রের বাঁচার আশা ছেড়েই দিয়েছিল এক প্রকার। চিকিৎসকদের মনোভাবই একই। কিন্তু তবু ক্ষীণ আশাছিল তাঁদের মনে। সেই আশাতেই শেষ চেষ্টা করে দেখেন। সেই চেষ্টা বৃথা যায়নি।
হাসপাতালের চিকিৎসক এডুয়ার্ড আরগুডো সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাহাড়ের যে প্রচণ্ড ঠাণ্ডার কারণে অড্রে স্কুম্যান অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে আনার পর তাকে দেখে মনে হচ্ছিল তিনি মারা গিয়েছেন।
তবে তিনি যেহেতু হাইপোথার্মিয়ায় আক্রান্ত ছিলেন, আমাদের মনে হচ্ছিল অড্রের বেঁচে ওঠার একটা সম্ভাবনা আছে। আরগুডো বলেন, অড্রে স্কুম্যান যখন অচেতন হয়ে পড়েছিলেন তখন হাইপোথার্মিয়াই তার শরীর এবং মস্তিষ্ককে রক্ষা করেছিল।