পুরনো ছন্দে ফিরতে চলেছে ব্রিটিশ মিউজিয়াম। আগস্ট শেষে দর্শকদের জন্য খুলে যাচ্ছে সংগ্রহশালা। আগের মতোই সামনে থেকে দেখার সুযোগ মিলবে। কিন্তু তার আগে লকডাউনের ধূলো সাফ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে মিউজিয়াম কর্তৃপক্ষ। প্রায় ৬ মাস ধরে বন্ধ মিউজিয়াম। সমস্ত ঐতিহাসিক নিদর্শন, সামগ্রীতে জমেছে মোটা ধূলো। আনাচে কানাচে দুরবস্থা। বদলে গিয়েছে অন্দরের পুরো চেহারাটাই। তাই নতুন ভাবে ঝকঝকে সাজে সেজে উঠতে জোর কদমে সাফাই কাজ চলছে প্রাচীন মিউজিয়ামে। লকডাউন সময়ে পৃথিবীর অন্যান্য বিখ্যাত সংগ্রহশালা যখন ভার্চুয়াল সফরে ব্যস্ত সেই সময়টাও ব্রিটিশ মিউজিয়াম সাফ সুতরোর কাজেই ব্যস্ত ছিল। গত কয়েক সপ্তাহে সেই ব্যস্ততা আরও বেড়েছে।
করোনার নিয়ম বিধি নিষেধ বলবৎ থাকায় দর্শকদের মিউজিয়াম পরিদর্শনের নির্ধারিত সময় কিছুটা কমাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তাতে অবশ্য উৎসাহে ঘাটতি নেই। করোনা আর দীর্ঘ লকডাউনের দুঃসময় কাটিয়ে ছন্দ ফেরার জন্য মুখিয়ে আছে সাধারণ মানুষ। তাই মিউজিয়ামের প্রবেশের টিকিট ইতিমধ্যেই নিঃশেষ বলে ঘোষণা করেছে ব্রিটিশ মিউজিয়াম। দরজা খুলছে ২৭ আগস্ট।