বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপূজা। আর এই পুজোর উৎসবে মেতে থাকে সকল বাঙালি তথা ভারতবাসী। আর খোদ কলকাতায় এরকম কয়েকটি ক্লাব রয়েছে যাদের দুর্গোৎসব শতবর্ষ পূরণ করেছে। আর তাদেরই মধ্যে অন্যতম একটি ক্লাব হল এই বৃন্দাবন মাতৃমন্দির ক্লাব।
'জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯'-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত হয়েছিল বৃন্দাবন মাতৃমন্দির ক্লাব। সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের দুই সহ-সম্পাদক দীপ ঘোষ চৌধুরী এবং অভিষেক কুন্ডু।
কলকাতার অন্যতম পুরোনো পুজো হিসেবে খ্যাত এই বৃন্দাবন মাতৃমন্দির ক্লাব। এই বছর তাদের পুজো ১১০তম বর্ষে পদার্পন করেছে। প্রাচীন পুজো হলেও আধুনিকতার সাথে তালে তাল মেলাতে থিমের উপরেই ভরসা রেখেছেন তারা। এই বছর তাদের থিম ‘১১০-এ ছোট গলি, এই বাংলায় কথা বলি'।
এই বছর তৃতীয়ার দিন এই ক্লাবের পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে। পুজোর চারদিন ভোগের মহা আয়োজন করতে চলেছে তারা। বিভিন্ন দিন বিভিন্ন পদ নিয়ে হাজির থাকবে বৃন্দাবন মাতৃমন্দির ক্লাব।
ট্রেনে করে শিয়ালদা স্টেশনে নেমে রাজাবাজার যাওয়ার বাস ধরে নামতে হবে রাজাবাজার স্টপেজে। সেখান থেকে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন বৃন্দাবন মাতৃমন্দির ক্লাবের পূজামণ্ডপে।