আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অনেক আগেই, কিন্তু নানা দেশের টি২০ লিগে ক্রিকেট খেলে যাচ্ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তী উইকেটকিপার-ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। দুরন্ত ব্যাটিং ও অসাধারণ ফিল্ডিংয়ে কখনই মনে হয়নি তিনি অবসর নিয়ে ফেলেছেন। কিন্তু অবশেষে সকল ধরণের ক্রিকেটকে বিদায় জানাতেই হয় সকল ক্রিকেটারকে। মঙ্গলবার একটি বিবৃতির মাধ্যমে নিউজিল্যান্ড এর এই প্রাক্তনী সকল ধরণের ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন।
এই মুহুর্তে তিনি কানাডায় গ্লোবাল টি২০ লিগ খেলছেন। এই টুর্নামেন্টটি শেষে তিনি অবসর গ্রহণ করবেন। ৩৭ বছরের এই ক্রিকেটার ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। কিন্তু বিভিন্ন দেশের ঘরোয়া টি২০ লিগে তিনি দাপিয়ে বেড়াচ্ছিলেন রাজার মত। ৩৪২টি টি২০ ম্যাচে ১৩৮ এর স্ট্রাইক রেটে মোট ৯৩৬৫ রান করেন তিনি। টি২০তে তার সর্বোচ্চ স্কোর আজও অমর হয়ে রয়েছে বিশ্ব ক্রিকেটে, আইপিএল এর প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর বিরুদ্ধে কেকেআর এর হয়ে দুর্ধর্ষ ১৫৮ রান করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম।
আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট ১০১টি টেস্ট ও ২৬০টি একদিনের ম্যাচ খেলেছেন। পাশাপাশি আন্তর্জাতিক টি২০তে ৭১টি ম্যাচ খেলে মোট ২১৪০ রানও করেন তিনি। এই মুহুর্তে তিনি কানাডার লিগে টরন্টো ন্যাশনালস-এর হয়ে খেলছেন। এরপর ইউরোপের টি২০ লিগ ‘ইউরো টি২০ স্ল্যাম’-এ খেলার কথা থাকলেও অবসর নেওয়ার ফলে তিনি সেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন, এমনটাই ম্যাককালাম তার বিবৃতিতে জানিয়েছেন।