বৃন্দাবনে কীভাবে শুরু হল রাধা-কৃষ্ণের রঙের উৎসব

বাঙালিরা ফাল্গুন পূর্ণিমায় পালন করে দোল। তার আগের দিন, ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ন্যাড়াপোড়া। আর অবাঙালি সম্প্রদায় পূর্ণিমা তিথিতে হোলিকা দহন পালন করে এবং পূর্ণিমার পরের দিন প্রতিপদে পালন করে হোলি। এই বছর ফাল্গুনী পূর্ণিমা পড়েছে আগামী ২৪ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে। পূর্ণিমা থাকবে পরের দিন ২৫ মার্চ বেলা ১২টা ২৯ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে দোল পালিত হবে ২৫ মার্চ। আর ২৪ মার্চ হোলিকা দহন করে ২৫ মার্চ হোলির আনন্দে মাতবে অবাঙালিরাও। এই বছর একই দিনে দোল ও হোলি পালন করা হবে।

বসন্ত পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ, কেশি নামে একজন অসুরকে বধ করেন। এই অত্যাচারী অসুর দমন এবং অন্যায় শক্তি ধ্বংস হওয়ার জন্য আনন্দ উৎসবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে।

বৈষ্ণবরা বিশ্বাস করেন দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধাকে নিয়ে আবির মাখিয়ে রঙ খেলায় মেতে ছিলেন। এবং সঙ্গে ছিলেন তাদের গোপীগন। তারপর থেকে দোলের দিন আবির নিয়ে রঙ খেলার সূচনা হয়।

Radha-Krishna-Holi-Images-4

কথিত আছে, রাধা এত ফরসা আর কৃষ্ণ এত কালো কেন- এই নিয়ে মা যশোদার কাছে বায়না জুড়েছিলেন শ্রীকৃষ্ণ। তখন মা যশোদা হাসতে হাসতে বালক কানাইকে বলেন রাধাকে রঙ মাখিয়ে দিতে। তাহলে রাঙিয়ে দেওয়ার খেলায় গায়ের রঙে আর ভেদ থাকবে না কোনও। সেই থেকেই ব্রজে শুরু হয় রঙের উৎসব।

দোলের আগে এক সপ্তাহ ধরে নানা উত্‍সবে মেতে ওঠে শ্রীকৃষ্ণধাম মথুরা ও বৃন্দাবন। মথুরা-বৃন্দাবনে পালিত হয় লাঠমার হোলি। পুরাণ কথা অনুসারে এখানেই রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে দোল খেলতেন কৃষ্ণ।

মথুরায় পালিত হওয়া লাঠমার হোলির প্রথা রাধা-কৃষ্ণের আমল থেকেই চলে আসছে বলে মনে করা হয়। ব্রজ কি হোলি, লাঠমার হোলি ছাড়াও বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে খেলা হয় ফুলের হোলি। বৃন্দাবনে বসবাসকারী বিধবা মহিলারাও মেতে ওঠেন বিশেষ হোলি উৎসবে।

২০২৪-এ ১৭ মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে ‘ব্রজ কি হোলি’।

১৭ মার্চ বরসানার রাধারানী মন্দিরে শুরু হয়ে গিয়েছে লাড্ডু হোলি। ১৮ মার্চ পালিত হয়েছে লাঠমার হোলি। ১৯ মার্চ লাঠমার হোলিতে মাতবে নন্দগাঁও। ২০ মার্চ বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরে ফুলওয়ালি হোলি। ২১ মার্চে গোকুলে পালিত হবে ছড়িমার হোলি। ২৩ মার্চ বৃন্দাবনের রাধা গোপিনাথ মন্দিরে রঙের উৎসবে মাতবেন বিধবা মহিলারা। ২৪ মার্চ বাঁকে বিহারী মন্দিরে পালিত হবে হোলিকা দহন উৎসব। ২৫ মার্চ সারা দেশের সঙে মথুরা ও বৃন্দাবনের মানুষ মেতে উঠবেন রঙের উৎসবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...