বিগত কিছু বছর ধরে মনে করা হত, বেতার তরঙ্গ ব্রেন ক্যানসারের (Brain Cancer) কারণ। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (WHO Research) সদ্য প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, ব্রেন ক্যানসারের সাথে মোবাইল ফোন ব্যবহারের কোন সম্পর্ক নেই।
৪ সেপ্টেম্বর এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ পেয়েছে এই সমীক্ষা। সেখানে বলা হয়েছে, ফোন থেকে যে বেতার তরঙ্গ নির্গত হয়, তাকে বলা হয় নন আয়োনাইজিং নিঃসরণ। স্বাস্থ্যের সুরক্ষার জন্য দেশীয় ও আন্তর্জাতিক স্তরে মোবাইল ফোনের ক্ষেত্রে কিছু সেফটি লিমিট রয়েছে, এই লিমিটের মধ্যেই খুব লো-লেভেল রেডিও ওয়েভ নিঃসরণ করে মোবাইল ফোন। এর কারণে ব্রেন ক্যানসার কোনওভাবেই দায়ী নয়।
এছাড়াও মোবাইল ফোন, ওয়্যারলেস প্রযুক্তিগত সরঞ্জাম আজকাল আমাদের জীবনের অন্যতম অঙ্গ। কালের সাথে সাথে এই সব প্রযুক্তি ব্যবহার আরও বেড়ে চলেছে। তাই এই কারণে যদি ব্রেন ক্যানসারের সম্ভাবনা থাকে, তবে প্রতি বছর সেই সংখ্যাটাও বৃদ্ধি পেত। কিন্তু তা হয়নি। প্রতিবছর যে পরিমাণে মোবাইল গ্রাহকদের সংখ্যা বেড়েছে, সেই পরিমাণে ব্রেন ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়েনি।
WHO-এর এই সমীক্ষায় ফলাফলে বিজ্ঞানীমহলে সহমত থাকলেও বেশ কিছু আলোচনায় উঠে এসেছে মোবাইল ফোনের বেতার তরঙ্গের কারণে ব্রেন ক্যানসারের ত্বরান্বিত হতে পারে। IARC, ২০১১ সালে বেতার তরঙ্গকে মানব স্বাস্থ্যেরর জন্য কার্সিনোজেনের তকমা দিয়েছিল। তবে বর্তমানে WHO-এর এই সমীক্ষা এখনও পর্যন্ত সবথেকে বেশি মান্যতা পেয়েছে। এই সমীক্ষায় প্রায় ৫ হাজার স্টাডি উল্লেখিত হয়েছে, যার মধ্যে ৬৩টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ১৯৯৪ থেকে ২০২২ সালের মধ্যে। আর এই সমীক্ষায় বলা হয়েছে, কোন ব্যক্তি যদি ১০ বছর বা তার বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করেন, তাহলেও তার ব্রেন ক্যানসারের সঙ্গে কোনও সম্পর্ক নেই।