অডিশনে ৪০০ জনের পিছনে দাঁড়িয়েছিল। চেহারা, চলন কোনও দিক থেকেই ঝকঝকে তন্বীর সংজ্ঞার ধারকাছ দিয়ে যায় না। তবু কীভাবে যেন চোখে লেগে গেল পরিচালকের। অডিশনে ‘সিলেক্ট’ও হয়ে গেল মেয়েটা। কিন্তু শর্ত দিলেন পরিচালক। যদি পরের ছ’ মাসে ২০ কেজি ওজন ঝরাতে পারেন তবেই মিলবে সুযোগ নাহলে ‘বেটার লাক নেক্সট টাইম’।
জীবনের প্রথম ছবি। বলিউডের বিগ হাউস। সুযোগ হারাতে চায়নি সে। জানে অসম্ভব। তবু পরিচালকের শর্তে ‘হ্যাঁ’ বলে দিয়েছিল। তার কাছে একটাই অপশন। হয় পারবে নাহলে ফিরতে হবে খালি হাতে।
তার কাছে ছিল শুধু একটাই শব্দ। 'ডেডিকেশন'। সেই শব্দটাই মোড় ঘুরিয়ে দিয়েছিল জীবনের।
এভাবেই ডেবিউ হয়েছিল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে। মেয়েটার নাম আলিয়া।
বলিউডের 'বাবলি বেবি'। সেলেব্রিটি কিড থেকে 'ভার্সেটাইল' অভিনেত্রী। অনেকটা জার্নির রাস্তা। কিন্তু বছর কুড়ির মেয়েটা হোঁচট খেতে পারি ভেবে চলা শুরু করেনি।
বাবার পরিচয় নয়। দিদির পরিচয় নয়। নিজের জোরে তৈরি করেছেন নিজের পরিচয়। এই সময়ের জনপ্রিয়তম অভিনেত্রী। বলিউড ব্র্যান্ড আলিয়া ভাট।
পশুপ্রেমী সংস্থা 'পেটা'র সক্রিয় সদস্যা আলিয়ার এটাই কিন্তু প্রথম সিনেমা নয়। এর আগে একবার এসেছিলেন ক্যামেরার সামনে। ‘সংঘর্ষ' ছবিতে শিশুশিল্পী হয়ে। প্রীতি জিন্টার ছোটবেলায়। আলিয়া ভীষণভাবে এই সময়ের। একটা প্রজন্মের প্রতিনিধি। 'ডিয়ার জিন্দেগি'র কায়রা বা 'হাইওয়ে'র ভিরা সেই মেয়েটাই। তার মধ্যেই নিজেকে বারবার খুঁজে ফেরে 'জেন ওয়াই ইন্ডিয়া'। 'উড়তা পঞ্জাব' -এর পরিযায়ী শ্রমিক বাউরিয়াও তিনি!
২০২২ বছরটা তাঁর। বছরের দ্বিতীয় মাসেই ‘গাঙ্গুবাই’ হয়ে জয় করেছেন আসমুদ্র হিমাচল। অতিমারী আর লকডাউনে জর্জরিত বলিউডের থমকে থাকা বক্সঅফিস লাভের মুখ দেখেছে। দেখিয়ে দিয়েছেন যতই ওটিটি আসুক আজও বড়পর্দার টান আলাদা। এবার নিজের ২৯ তম জন্মদিনের দিনেই সামনে এল তাঁর পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’র ঝলক।
আলিয়ার জন্মদিনে ৩০ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে শুধুমাত্র আলিয়াকে দেখা যাচ্ছে। তিনি ছবিতে ‘ইশা’। পরিচালক অয়ন মুখোপাধ্যায় আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ভিডিয়োর মাধ্যমে। আলিয়ার জীবনের প্রথম পরিচালক করন জোহর শেয়ার করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পোস্টার। সেখানেও মুখ আলিয়াই। ছবির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ধর্মা প্রোডাকশন এবঙ ফক্স স্টার প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আসন্ন সেপ্টেম্বরের ৯ তারিখে।