ব্রহ্মপুর বালক সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

চারপাশে যেখানে থিমের জাকঁজমকে চোখে ধাঁধা লাগার মতো অবস্থা সেই সময়ে দাঁড়িয়ে কোনো কোনো ক্লাব বাঁচিয়ে রেখেছে সাবেকিয়ানা| আজও সাবেকিয়ানার পথেই হাঁটতে চাইছে বহু ক্লাব। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে সঞ্চালিকা নবনীতার সাথে উপস্থিত ছিলেন ব্রহ্মপুর বালক সংঘের সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন শ্রী সোমনাথ পাসোয়ান, শ্রী সুজিত মুখোপাধ্যায় এবং শ্রী অহীন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়।

জিয়ো বাংলা পুজোর আড্ডাতে এসে তারা জানালেন, মণ্ডপে থিমের সামান্য ছোঁয়া থাকলেও সাবেকিয়ানাতেই বিশ্বাস রাখছেন এই ক্লাবের সদস্যবৃন্দ। এরসাথে জলের অপচয় বন্ধ করার জন্য এক বিশেষ সচেতনতা বার্তাও দিতে চাইছে এই পুজো কমিটি। তারা জানালেন, এই বছর তারা পদার্পন করলেন ২৫তম বছরে। রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে এইবছর এই ক্লাবের পক্ষ থেকে মণ্ডপসজ্জায় থাকছে মাদুরের নানা কাজ। প্রতিবছর শুধুমাত্র সাবেকিভাবে পুজো করলেও এই বছর কিছুটা অন্যরকমভাবেই পুজো করতে চাইছেন এই পুজো কমিটি। অন্য বছরের তুলনায় এইবছর পুজোর গুণগত মান বাড়ানোর চেষ্টাও করছেন বলেই জানিয়েছেন তারা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ছয়মাস ধরেই চলছে এইবারের মণ্ডপ তৈরী কাজ। ক্লাবের নবীন সদস্যবৃন্দের অসম্ভব উৎসাহ এবং ক্লাবের মহিলা সদস্যবৃন্দের অপরিকল্পনীয় সাহায্য এই ক্লাবের পুজোকে প্রাণবন্ত করে তোলে, এমনটাই মনে করছেন ক্লাবের সদস্যবৃন্দরা।

অন্য ক্লাবের মতো এই ক্লাবেও পুজোর সময় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাড়ার সকলের উপস্থিতিতে পুজোর এই চারটি দিন হয়ে থাকে আনন্দমুখর। পুজোর পাশাপাশি সারাবছরব্যাপী নানা সামাজিক কাজ করে থাকে এই ক্লাব। তারা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি রক্তদান শিবির, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা প্রভৃতি করা হয় এই ক্লাবের পক্ষ থেকে। এই ক্লাবের একটি রীতির কথা এখানে না বললেই নয়। ক্লাবের রীতিগুলির মধ্যে অন্যতম একটি হলো, বিসর্জনের দিন দিনের আলো থাকাকালীন এই ক্লাবের প্রতিমা নিরঞ্জন করা হয়। সাবেকি পুজো করলেও দর্শনার্থীদের জন্য নিরাপত্তার অভাব রাখছেন না এই ক্লাবের মেম্বাররা। পূজা মণ্ডপে সিসিটিভি ছাড়াও থাকছে সিকিউরিটি গার্ড, থাকছেন বাঁশদ্রোণী থানার পক্ষ থেকে কিছু সিভিক ভলেন্টিয়ারও।

এইবছর এই ক্লাবের ভোগেও থাকছে বিশেষত্ব। অষ্টমী এবং নবমী ভোগ থাকা সত্ত্বেও এইবছর সপ্তমীর দিনেও ভোগের ব্যবস্থা রাখছে এই ক্লাব। জিয়ো বাংলা ব্রহ্মপুর বালক সংঘের গর্বিত ডিজিটাল পার্টনার। তাই থিমের ভিড় থেকে একটু দূরে গিয়ে সাবেকিয়ানায় গা ভাসাতে চাইলে কিন্তু পৌঁছে যেতেই হবে ব্রহ্মপুর বালক সংঘের পূজা মণ্ডপে।  দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রোয়ে উঠে নামতে হবে মাস্টারদা সূর্য সেন, সেখান থেকে সরাসরি অটো ধরে পৌঁছে যেতে ব্রহ্মপুর বালক সংঘের পূজা মন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...