'শিকারা'র বিরোধিতায় নেটিজেনরা

 

 'শিকারা, দ্য আনটোল্ড স্টোরি অফ কাশ্মীরি পন্ডিতস'- এই ছবি দেখে একসময় কান্নায় ভেঙে পড়েছিলেন স্বয়ং লালকৃষ্ণ আদবানি, সেই ছবি দেখেই রেগে ফেটে পড়েছেন নেটিজেনরা।

                  নেটিজেনদের কিছু অংশের মতে, ১৯৯০ সালে কাশ্মীরি পন্ডিতদের গণহত্যার যে দৃশ্য দেখানো হয়েছে, তাতে আম কাশ্মীরি পন্ডিতদের কষ্টের জীবনকে নিছকই বাণিজ্যকরণ করা হয়েছে। বিকৃত গল্পের প্রচার করে ঝুটোসাম্প্রদায়িকতা এবং আরোপিত ইতিহাস দেখানো হয়েছে। শিকারাকে বয়কট করার জন্য রীতিমতো সরব এইসব নেটিজেনরা। তাঁদের বক্তব্য তাঁরা ভুক্তভোগী। বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে তাই অভিযোগ- নিছকই বাণিজ্য করেছেন তিনি।

                           "কাশ্মীরি পন্ডিতদের পরিবারও বলছেন এই ছবি মানছিনা। অপমান করেছেন আমাদের"।..       

এটা শেয়ার করতে পারো

...

Loading...